মেরিনার্সে অ্যাডহক কমিটি
দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম এক শীর্ষ ক্লাব ঢাকা মেরিনার ইয়াংস। হ্যান্ডবল, ক্রিকেট, টেবিল টেনিসে অংশ নিলেও এই ক্লাবটির পরিচিতি মূলত হকি দিয়ে। হকিতে আবাহনী, মোহামেডান ও উষাকে পেছনে ফেলে সাম্প্রতিক সময়ে প্রিমিয়ার লিগে দুই বার চ্যাম্পিয়ন ও সদ্য সমাপ্ত মৌসুমে ক্লাব কাপ এবং লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে মেরিনার্স।
অন্য অনেক ক্লাবের মতো মেরিনার্সেও নির্বাচন অনিয়মিত হয়ে পড়েছে। নির্বাচিত কমিটি মেয়াদউত্তীর্ণ হয়েছে বেশ কয়েক বছর। সেই কমিটিকে বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন হয়েছে। ১ মার্চ ক্লাবের এক নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ১৮ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি হয়। এই কমিটি দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
বিজ্ঞাপন
অ্যাডহক কমিটির আহ্বায়ক এডভোকেট মুস্তাফিজুর রহমান সুজা, সদস্য সচিব শেখ গোলাম সোবহান (সাগর)। এদেরকে ২০ মার্চ রাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। ১৮ সদস্যের কমিটিতে বাকি ১৬ সদস্যের মধ্যে রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা সহ, মোঃ ইকবাল হোসেন ছোটন, মোঃ আলমগীর কবীর, শেখ গোলাম সারোয়ার, মঈন উদ্দীন ভূঁইয়া (অপু), মোঃ বদরুল ইসলাম (দিপু), মোঃ আনোয়ার কবীর চৌধুরী (বাবু), মোঃ আইয়ুব আলী, তপন কুমার ভাওয়াল, মইনুল ইসলাম (পিন্টু), জাহিদ হোসাইন, এস,এম, নাসিম রেজা মিজান, মোঃ সাইদুর রহমান (মনির), মোঃ নজরুল ইসলাম মৃধা, মোহাম্মদ আলমগীর (জুনিয়র) ও হাফিজুর রহমান (দোলা)।
এজেড/এমএইচ
বিজ্ঞাপন