দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক সিরিজ জয়। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দাপট দেখিয়ে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। আইসিসি সুপার লিগের এই সিরিজ জয়ের পর এবার চ্যাম্পিয়নশিপের লড়াই। সাদা পোশাকের ক্রিকেটে প্রোটিয়াদের বিপক্ষে ২ ম্যাচের একটি সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজও জয়ের ব্যাপারে আশাবাদী অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন তিনি।

ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘ওয়ানডে থেকে টেস্ট অবশ্যই বেশি চ্যালেঞ্জিং হবে। ওয়ানডেতে গত ৫-৭ বছর ধরেই আমরা ভালো দল। এখানে ট্রু উইকেট থাকে, যারা ভালো করবে তাদেরই জেতার সম্ভাবনা থাকে। টেস্টে প্রতিটা দলই হোম কন্ডিশনে অনেক বেশি সুবিধা পায়।’

তবে স্বাগতিকদের অনেক ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ায় সবাকে টেস্ট সিরিজে পাচ্ছে না তারা। এজন্য পূর্ণ শক্তির দল দিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এ জন্যই ভালো সুযোগ দেখছেন সাকিব, ‘দক্ষিণ আফ্রিকার এডভান্টেজ থাকবে। তবে যেহেতু ওদের মূল খেলোয়াড়দের অনেকেই খেলছে না, আমরা অবশ্যই আশাবাদী হতে পারি।’

এর আগে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে টিম হিসেবে খেলতে দেখা গেছে বাংলাদেশ দলকে। মাঠের লড়াইয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। তবে কি ড্রেসিংরুমের ‘অস্বাস্থ্যকর’ পরিবেশ কাটিয়ে উঠতে পেরেছে বাংলাদেশ দল? পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরা সাকিব অবশ্য দিলেন বেশ কৌশলী উত্তর।

সাকিব বললেন, ‘এগুলো দলের ভেতরের কথা। এগুলো বাইরে না আসাই ভালো। সবাই চেষ্টা করেছে ভালো করার জন্য। দল হিসেবে ভালো করতে পেরেছি এজন্যই সিরিজ জিততে পেরেছি। যারা খেলেছে বা খেলেনি, সবার অবদান ছিল। সবার অবদানেই সিরিজ জিতেছি।’

৩১ মার্চ শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৮ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।

টিআইএস