বাংলাদেশের নতুন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অভিষেক সুখকর হলো না৷ মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে তার অধীনে বাংলাদেশ দল ০-২ গোলে হেরেছে। বৃহস্পতিবার রাতে মালদ্বীপের মালে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়৷ ৩৯ মিনিটে হাসান রাইফ ও ৬১ মিনিটে ইব্রাহিম হাসান গোল করেন। 

সেপ্টেম্বরে সাফ ফুটবলেও বাংলাদেশ একই ব্যবধানে হেরেছিল। সেই ম্যাচে কোচ ছিলেন স্প্যানিশ অস্কার। এই ম্যাচেও ছিলেন আরেক স্প্যানিশ। কাকতালীয়ভাবে ফলাফল একই। গত নভেম্বরে শ্রীলঙ্কায় অবশ্য ম্যারিও ল্যামোসের অধীনে বাংলাদেশ মালদ্বীপকে হারিয়েছিল। সেই ধারা হ্যাভিয়ের বজায় রাখতে পারেননি৷ 

বাংলাদেশ থেকে এই ম্যাচটি দেখতে অনেক কষ্ট হয়েছে। মালদ্বীপের কোনো চ্যানেল বা মাধ্যম ম্যাচটি সম্প্রচার করেনি। বাফুফেও বাংলাদেশে কীভাবে ম্যাচটি দেখানো যায় সেই ব্যাপারে আগে থেকে ভূমিকা নেয়নি৷ প্রবাসী বাংলাদেশিরা গ্যালারিতে বসে লাইভ করছিলেন ফেসবুকে। সেই লিংকই বিভিন্ন গ্রুপে যতটুকু শেয়ার হয়েছে এর মাধ্যমে কিছু অংশ খেলা দেখা গিয়েছে। 

বাংলাদেশ দল আগামীকাল দেশের উদ্দেশে রওনা হবে। ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। 

এজেড/এসকেডি