কিছুক্ষণ পরেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে অভিষেক হবে স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরার। নতুন কোচের অভিষেক একাদশে কারা থাকছেন এ নিয়ে আগ্রহ ছিল অনেক। ক্যাবরেরার একাদশে অবশ্য খুব বেশি চমক নেই। 

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে অধিনায়ক জামাল ভূঁইয়াকেই রেখেছেন। আতিকুর রহমান ফাহাদকে নেননি একাদশে। মিডফিল্ডে জামালের সঙ্গী হিসেবে আছেন রাকিব হোসেন ও সোহেল রানা।

আক্রমণভাগে আছেন বিপলু, সুমন রেজা ও নাবীব নেওয়াজ জীবন। রক্ষণে হ্যাভিয়ের ভরসা রেখেছেন তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত ও টুটুল হোসেন বাদশার ওপর। গোলরক্ষক হিসেবে আনিসুর রহমান জিকোকেই বেছে নিয়েছেন তিনি। 

বাংলাদেশ একাদশ- 
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), 
ইয়াসিন আরাফাত, তারিক কাজী, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, 
জামাল ভূঁইয়া, সোহেল রানা, রাকিব হোসেন, 
নাবীব নেওয়াজ জীবন, সুমন রেজা ও বিপলু আহমেদ। 

এজেড/এনইউ