দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বেশ বড়সড় অবদান তাসকিন আহমেদের। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছেন এই পেসার। গোটা সিরিজেই দাপট দেখিয়েছেন তাসকিন। উইকেট না পেলেও ধারাবাহিক বোলিংয়ে অন্য পাশ থেকে চাপ তৈরি করেছেন মুস্তাফিজুর রহমান-শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডে টেস্ট জয়ের পর দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ে পেসারদের নিয়ে নতুন করে আশার সঞ্চার ঘটিয়েছে।

তবে প্রশ্ন উঠেছে বিদেশে ভালো করলেন কেন ঘরের মাঠে এখনো সুবিধা করতে পারছেন না পেসাররা? মিরপুরে কেন আলো ছড়াতে পারছেন না তাসকিন-মুস্তাফিজরা? এমন প্রশ্নে রীতিমতো মেজাজ হারালেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। উল্টো প্রশ্নকর্তার ক্রিকেট জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করলেন। পরিসংখ্যান তুলে ধরে উত্তর দিলেন সাকিব।

পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরা সাকিব বললেন, ‘হোমে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট সম্ভবত মুস্তাফিজের। এরকম একজন বোলার আছে। তাসকিন ভালো করছে, শরিফুল ভালো করছে, সাইফউদ্দিন যখন খেলেছে ভালো করেছে। যে যখন সুযোগ পেয়েছে সবাই ভালো বোলিং করছে। জানি না আপনি কোন জায়গা থেকে এটা বলেছেন। গত সিরিজেও তো স্পিনারদের চেয়ে পেসাররা বেশি উইকেট পেয়েছে।’

সঙ্গে যোগ করেন সাকিব, ‘আমার ধারণা আপনি বোধহয় পরিসংখ্যান দেখেন না কিংবা জানেনও না কী হয় খেলায়। খেলা সম্পর্কে আইডিয়াটাও একটু কম আছে। আপনি পেস বোলারদের পরিসংখ্যান দেখেন তারপর এটা নিয়ে বলতে আইসেন। দেশের মাটিতে গত ১, ২, ৩ বছরে আমাদের পেস বোলাররা কত ভালো করেছে।’

সাকিব মনে করিয়ে দিলেন, পেসারদের অনবদ্য পারফরম্যান্সের কারণেই টিম ম্যানেজমেন্টও এখন আস্থা রাখার সাহস পাচ্ছে। সেই আস্থার প্রতিদান দিচ্ছেন তারা।

সাকিব বলেন, ‘গত বেশ কিছু দিন ধরেই পেসাররা ভালো করছে, যে কারণে নিউজিল্যান্ডে টেস্ট জিততে পেরেছিলাম। পেস বোলারদের প্রতি এখন টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের অনেক বেশি আস্থা আছে। পেস বোলাররা সেই প্রতিদানও দিচ্ছে।’

টিআইএস