১০ উইকেটে ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ খুঁজছে ইংল্যান্ড
সবশেষ নয় টেস্টে জয় নেই। শেষ ১৭ ম্যাচে জয় মোটে একটি। ইংল্যান্ডের সময়টা মোটেও ভালো কাটছে না শেষ দেড় বছরে। উইন্ডিজ সফরেও সেই দুর্দশা কাটেনি দলটির। টানা দুই ড্রয়ের পর শেষ ম্যাচে হেরেছে ১০ উইকেটে। এরপর দলটির অধিনায়ক জো রুট জানালেন, এই হারেও ইতিবাচক দিক আছে বেশ।
ইংলিশ অধিনায়ক অবশ্য শুধু এখানেই ক্ষান্ত হলেন না। জানালেন, পুরো সিরিজেই তার দল বেশ ভালো কিছু কাজ করেছে। রুট তৃতীয় ম্যাচ শেষে বিটি স্পোর্টসকে বলেন, ‘আমার মতে, পুরো সিরিজে আমাদের মনোভাবটা অসাধারণ ছিল। আমি আরও মনে করি, এই সিরিজে আমরা এই ক্ষেত্রে অনেক বড় উন্নতি করেছি, যা চালিয়ে যাওয়া দরকার।’
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, ‘আমরা এখানে জিততে এসেছিলাম, কিন্তু পারিনি। এটা হতাশার, কিন্তু যদি আমরা শেখার ধারাটা ধরে রাখতে পারি, দল হিসেবে গড়ে উঠতে পারি, আর যদি আমরা জেতা শুরু করতে চাই, তাহলে এই ধারাটা ধরে রাখতে হবে।’
‘আমরা প্রথম দুই টেস্টে ও এই টেস্টের কিছু সময়ে যা করেছি, সেই ভালো কাজ গুলো ধরে রাখতে চাই। আমি মনে করি আমরা অন্তত একটা কাজ করেছি, আমরা অনেক নতুন খেলোয়াড় সম্পর্কে জেনেছি। তিনজন অভিষিক্ত খেলোয়াড় দলে এসেছে, তারা বেশ আশা দেখিয়েছে। আমরা এখান থেকে এমন কিছু বিষয় ধরে রাখতে চাইছি। তবে এই সিরিজটা যে হতাশার, এ নিয়ে কোনো সন্দেহই নেই।’
বিজ্ঞাপন
প্রথম দুই টেস্টেই ইংলিশরা ছিল শ্রেয়তর প্রতিপক্ষ। দুটো টেস্টেই ইংল্যান্ডকে থামতে হয়েছে জয় থেকে যথাক্রমে ৬ ও ৫ উইকেটের দূরত্বে। তবে তৃতীয় টেস্টে দশ উইকেটের এই হারের ফলে রুটের জায়গা নিয়েই টানাটানি পড়ে গেছে। তবে রুট অবশ্য অধিনায়কত্ব ধরেই রাখতে চান।
তিনি বললেন, ‘আমি মনে করি, আমি এটা ম্যাচের শুরুতে কিংবা এই সফরের শুরুতেই পরিষ্কার করে দিয়েছিলাম যে, এই দলকে সামনে নিয়ে যেতে আমি মুখিয়ে আছি। নিজের নিয়ন্ত্রণে নেওয়ার যা আছে, তা সবই আমি নিয়ন্ত্রণে নেব। আমি মনে করি না সবকিছু আপনার হাতে আছে, তাই না? এই দলের সবাই আমার পেছনে আছে। আমরা বেশ ভালো কাজ করছি, তবে শুধু সেগুলোকে এখন আমাদের জয়ে পরিণত করতে হবে।’
এনইউ/এটি