কোচের কৌশলই শেষ কথা ফুটবলে। অনেক কিছু বদলানোর ক্ষমতা থাকে তার হাতে। কোচের কৌশল নিয়ে কথা বলতে সাধারণত দেখা যায় না ফুটবলারদের। তবে এবার সেটিই করলেন নেদারল্যান্ডের ফুটবলার ভার্জিল ভ্যান ডিক। কোচের কৌশল পছন্দ হয়নি তার, সেটা স্পষ্ট করেই জানিয়েছেন।

গত বছর ফ্রাঙ্ক ডি বোয়েরের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর লুই ভ্যান গালের অধীনে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে নেদারল্যান্ড। এর মধ্যে দুটি ম্যাচ বাদে বাকিগুলোতে জয় পেয়েছে ডাচরা, হারেনি একটিতেও। দলকে এখন লুই ভ্যান গাল খেলাচ্ছে ৩-৪-২-১ ফর্মেশনে। 

কোচের ফর্মেশন নিয়ে ভার্জিল ভ্যান ডাইক বলেছেন, ‘আজকে পর্যন্ত আমরা কঠোর অনুশীলন করেছি, অনেক ধরনের ট্যাকটিকস ও মিটিং করে। এখন ভালো সময় যাচ্ছে কিন্তু কিছু জায়গায় উন্নতি লাগবে।’

‘আমরা এটা বিশ্লেষণ করে দেখবো। অবশ্যই আমরা নতুন সিস্টেমে খেলছি, খেলোয়াড়দের আলাদা জিনিসের দরকার হবে। কিন্তু আমার মনে হয় অনেক ভালো কিছু দেখিয়েছি।’

নিজের পছন্দ জানিয়ে এই ডিফেন্ডার বলেন, ‘আমি কি এই সিস্টেমটা পছন্দ করি? আমি এখনও ৪-৩-৩ ফর্মেশনের পক্ষে কিন্তু আমি জাতীয় দলের কোচ না আর যিনি কোচ তার খুব শক্ত একটা মতামত আছে এই বিষয়ে।’

ডাইকের এই মন্তব্য নিয়ে জানতে চাইলে ডাচ কোচ ভ্যান গাল বলেছেন, ‘আমি জানি সে ওটা পছন্দ করে, সবসময়ই পাব্লিকলি বলেছে। আমাদের ইতোমধ্যেই এই বিষয়ে তর্ক হয়েছে এখানে আসার পর। টেকটিকসের সিদ্ধান্ত ম্যানেজারই নেবেন।’

এমএইচ/এটি