‘দক্ষিণ আফ্রিকায় তিন পেসার এক স্পিনার নিয়ে খেলা কঠিন’
প্রায় সাড়ে ছয় বছর পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরে বাজিমাত স্পিনার সাইমন হারমারের। দ্বিতীয় দিনে বাংলাদেশের হারানো ৪ উইকেটের সবগুলোই নিয়েছেন তিনি। অন্যপ্রান্ত থেকে আরেক স্পিনার কেশভ মহারাজ দুর্দন্ত বোলিংয়ে রান আটকে রাখেন। তার ফায়দাই যেন তুললেন হারমার। অথচ দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় স্পিন সাম্রাজ্য বনে যাওয়া বাংলাদেশই কিনা খেলতে নেমেছে মাত্র একজন স্পিনার নিয়ে!
দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ভার্নন ফিল্যান্ডারও মনে করছেন, বাংলাদেশ দল একজন স্পিনার কম নিয়ে খেলতে নেমেছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তিন পেসার আর এক স্পিনার নিয়ে খেলা কঠিন বলে মনে করেন পাকিস্তানের এই সাবেক বোলিং কোচ।
বিজ্ঞাপন
চলমান ডারবান টেস্ট নিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমকে ফিল্যান্ডার বলেন, ‘ওরা (বাংলাদেশ) একজন বোলার কম নিয়েছে। দক্ষিণ আফ্রিকায় তিন পেসার ও ও এক স্পিনার নিয়ে খেলা কঠিন। তবে মিরাজ দারুণ বোলিং করেছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে, প্রথম দিনে এমন বোলিং দুর্দান্ত। পেসাররা হয়ত উইকেট এনে দিচ্ছিল, তবে মিরাজ প্রোটিয়াদের চেপে ধরেছিল, ব্যাটিং লাইনআপকে অনেক চাপে ফেলেছিল।’
সঙ্গে যোগ করেন ফিল্যান্ডার, ‘দিনশেষে ব্যাপারটা হল ভারসাম্যের। দক্ষিণ আফ্রিকায় এলে আপনি তিন পেসার রাখতেই পারেন। তবে ৮-১০ ওভার বল করতে পারে এমন একজন অলরাউন্ডার থাকলে পেসাররা একটু নিস্তার পেত। হ্যাঁ, একজন বোলার মনে হয় কম হয়ে গেছে।’
বিজ্ঞাপন
একজন বোলার কম নিয়ে খেললেও প্রতিপক্ষে ঘরের মাঠে প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৬৭ রানে গুটিয়ে দিয়েছে সফরকারীরা। তবে ব্যাট হাতে ধুকছে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসের শুরুতে বাংলাদেশ দলকে চাপ তৈরি করার পরামর্শ ফিল্যান্ডারের।
কিছুদিন আগে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশ সফরে আসা ফিল্যান্ডার বলেন, ‘সব কিছু সাধারণ রেখে চাপ সৃষ্টির চেষ্টা করে যেতে হবে। এজন্য শুরুতে দ্রুত কিছু উইকেট তুলে নিতে হবে। এটা রকেট সাইন্স নয়, দক্ষিণ আফ্রিকায় পেসাররা একটু সুবিধা পাবেই। তাই দীর্ঘ সময় ধরে নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে হবে।’
টিআইএস