ওয়ানডে সিরিজের ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন। টেস্টেও তাসকিনকে নিয়ে ছিল বড় আশা। চতুর্থ দিনে নিজের পঞ্চম ওভারে পেয়েছিলেন ডিন এলগারের গুরুত্বপূর্ণ উইকেট। কিন্তু এরপর কাঁধে ব্যথা অনুভব করতে দেখা যায় তাকে। এই ব্যথায় দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৮ এপ্রিল, পোর্ট এলিজাবেথে।

ডারবান টেস্ট শেষেই দেশে ফিরে আসবেন তিনি। তার সঙ্গে ফিরবেন প্রথম টেস্টের একাদশে না থাকা শরিফুল ইসলাম। বিষয়টি ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

তিনি বলেছেন, ‘তাসকিন ও শরিফুল প্রথম ম্যাচের পরই দেশে ফিরে আসবে। তারা ফেরার পর আমরা পর্যবেক্ষণ করবো। আমরা চেষ্টা করছি দেখতে তাসকিন কীভাবে ইনজুরিতে পড়ল। আমাদের আরও চারজন পেস বোলার আছে স্কোয়াডে, তাই আর দরকার নেই।’

আগামী ৫ তারিখ দেশের উদ্দেশে রওনা হবেন তাসকিন ও শরিফুল। তাদের বাইরে প্রথম টেস্টে খেলছেন এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। স্কোয়াডে আছেন আরও দুই পেসার শহিদুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী।

এমএইচ/এটি