অর্থনৈতিক সংকটে রীতিমতো জেরবার শ্রীলঙ্কা। দেশের এমন পরিস্থিতিতে কী করে ক্রিকেটাররা খেলছেন পাশের দেশের আইপিএলে, সেটা ভেবেই রীতিমতো রেগে আগুন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। 

দেশটির সাবেক অধিনায়কের অভিমত, জটিল এই পরিস্থিতিতে আইপিএলে খেলা ও এর সঙ্গে সম্পৃক্ততা এক পাশে রেখে নিজ দেশে ফিরে যাওয়া উচিত শ্রীলঙ্কার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের। গিয়ে তাদের উচিত দেশবাসির পাশে দাঁড়ানো। 

প্রতি বছরের মতো এবারও আইপিএলে একগাদা লঙ্কান ক্রিকেটারের উপস্থিতি আছে। এখানেই শেষ নয়। মুত্তিয়া মুরালিধরন, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গারা একাধিক ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফ হিসেবে যুক্ত আছেন। 

ভারতে থাকা এই ক্রিকেটারদের একহাত নিয়ে রানাতুঙ্গা বলেন, ‘আমি বুঝতেই পারছি না, দেশের এই সংকটে কী করে ছেলেগুলো মনের আনন্দে আইপিএল খেলছে? একবারও দেশের কথা ভাবছে না!’

রানাতুঙ্গার রাগের প্রকৃত কারণ বোঝা গেল পরের কথাতে। তিনি বললেন, ‘ওরা ক্রিকেট বোর্ডের অধীনে খেলে যাচ্ছে। যে বোর্ড আবার চালাচ্ছে সরকার। নিজেদের দেশের সরকারের বিরুদ্ধে কিছুই বলছে না। বরং নিজেদের চাকরি বাঁচানোর চেষ্টায় আছে! অথচ এই ধরনের ঘটনা যখন ঘটে, তখন কাউকে না কাউকে সামনে এসে দাঁড়াতে হয়, নিজের পদ পদবী ভুলে প্রতিবাদ জানাতে হয়!’

অর্থনৈতিক সংকটের কারণে পুরো দেশেই চলছে বিক্ষোভ। এই পরিস্থিতিতে কেন রানাতুঙ্গা নিজেই দাঁড়াচ্ছেন না বিক্ষোভে, সে প্রশ্নও ধেয়ে গিয়েছিল তার কাছে। রানাতুঙ্গার উত্তর, ‘মানুষ আমাকে জিজ্ঞেস করে আমি কেন এতে নেই! আমি তো ১৯ বছর ধরে রাজনীতিতে আছি। এটা রাজনৈতিক ইস্যু নয় মোটেও। সে কারণেই নিজেকে এখান থেকে সরিয়ে রেখেছি। এখন পর্যন্ত কোনো রাজনীতিবিদ বা কোনো দল কিন্তু এখানে শামিল হয়নি। আমার মনে হয়, দেশের জনতাই হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তি। তারা যখন একটা প্রতিবাদ করে, তাহলে তাদের সঙ্গে আর কারো প্রয়োজন পড়ে না।’

এনইউ