চলছে, চলবে নীতিতে বিশ্বাসী মিরাজ
ছবি : বিসিবি
তাইজুল ইসলাম, সাকিব আল হাসান, মোহাম্মদ রফিকের পর চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মেহেদী হাসান মিরাজ। আগের তিনজনকে পিছনে ফেলে সর্বনিম্ন ২৪ টেস্টে এই মাইলফলক ছুঁয়েছেন মিরাজ। ক্যারিয়ারটাকে কতদূর টানবেন তিনি, ঠিক কোথায় গিয়ে থামবেন মিরাজ? জবাবে এই স্পিনার জানান, সে সব ভাবনা নেই এখন। চলছে, চলবে নীতিতে বিশ্বাসী তিনি।
সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের হয়ে এর আগে তিন জন বোলার উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন। চতুর্থ বোলার হিসেবে এই তালিকায় নাম তুললেন মিরাজ। তবে বাকিদের থেকে কম ম্যাচ খেলে এই অর্জন তার। সবার চেয়ে অন্য একটি জায়গাতেও আলাদা হয়ে আছেন, আগের তিনজন বাঁহাতি স্পিনার, ব্যতিক্রম মিরাজ অফ স্পিনার।
বিজ্ঞাপন
এর আগে তাইজুল উইকেটের শতক হাঁকিয়েছেন ২৫ টেস্টে। এই অর্জনের সাক্ষী হতে সাকিবের লেগেছে ২৮ ম্যাচ। রফিক ১০০তম টেস্ট উইকেটের দেখা পেয়েছিলেন নিজের ৩৩তম টেস্টে গিয়ে। মিরাজ সময় নিয়েছেন মোটে ২৩ ম্যাচ। এমন অর্জনের পর মিরাজ ছোট্ট করে বললেন, ‘একশ উইকেট পেয়েছি, খুব ভালো লাগছে।’
চলমান ঢাকা টেস্টের তৃতীয় দিনে উইন্ডিজের ইনিংসের নবম ওভারে বল করতে আসেন মিরাজ। সে ওভারের তৃতীয় বলটি গুডলেংথে পড়ে হালকা লাফিয়ে ওঠে, এতেই লাইন হারান ব্যাটসম্যান মসেলে, আলতো করে খোঁচা দিলে স্লিপে ধরা পড়েন ব্যক্তিগত ৭ রান করে। এই উইকেটের কল্যাণে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মিরাজ। নাম তোলেন তাইজুল, সাকিব, রফিকদের পাশে।
বিজ্ঞাপন
ম্যাচশেষে এক ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘তারা বাঁহাতি স্পিনার হিসেবে পেয়েছে। আমি ডানহাতি অফস্পিনার হিসেবে দ্রুততম একশ উইকেট পেয়েছি, এটা আমাকে আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে। আমি চেষ্টা করবো, দেশের হয়ে আরও উইকেট নেওয়ার জন্য। যা আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে।’
ভবিষ্যতের ভাবনা জানিয়ে মিরাজ বলেন, ‘ভবিষ্যতের কথাতো কেউ বলতে পারে না। তবে আমার স্বপ্ন ক্যারিয়ারটাকে অনেক দূর নিয়ে যেতে। কত উইকেট থামবো, কত রান করবো এটা তো আগে থেকে বলা সম্ভব নয়। লক্ষ্য কখনো সেটআপ করলে আমার জন্য চাপ হয়ে যায়। চলছে, চলবে। যতদিন ক্রিকেট খেলবো, ভালো কিছুই হবে।’
টিআইএস/এমএইচ