রূপগঞ্জের হয়ে সুপার লিগে খেলবেন সাকিব
মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের নিয়ে রীতিমতো তারকাখচিত এক দলই গড়েছিল মোহামেডান। তবে নানা কারণে শীর্ষ সারির তারকাদের গ্রুপ পর্বে পায়নি দলটি। বিদায় নিয়েছে সুপার লিগের আগেই। তাই লিগে দলটির হয়ে না খেলা তারকারা এখন পাড়ি জমাচ্ছেন অন্য ক্লাবে। সেই ধারায় সাকিবও দল বদলাচ্ছেন, সুপার লিগে তিনি খেলবেন লেজেন্ড অফ রূপগঞ্জের হয়ে।
লেজেন্ড অব রূপগঞ্জের পরের ম্যাচেই মাঠে নামবেন সাকিব। বিষয়টি মোহামেডান জানিয়েছে সংবাদ মাধ্যমকে। মোহামেডানের ক্রিকেট কমিটির সিনিয়র সহ-সভাপতি এ জি এম সাব্বির এই বিষয়ে জানান, মূলত সাকিবই মোহামেডানকে জানিয়েছেন এই ইচ্ছার কথা। পরে কোন ক্লাবের হয়ে খেলতে চান জিজ্ঞেস করা হলে সাকিব জানান রূপগঞ্জের কথা।
বিজ্ঞাপন
সাব্বিরের ভাষ্য, ‘সাকিব মূলত আমাদের জানিয়েছিল, সে খেলার ভেতরে থাকতে চায়। মোহামেডান যেহেতু সুপার লিগে উঠতে পারেনি, সেহেতু দল বদলে হলেও খেলার ভেতর থাকতে চায় সে। জানিয়েছিল রূপগঞ্জের কথা, ওরা নাকি ওর সঙ্গে আলাপ করেছে। দল বড় বিষয় নয়, আমরা মূলত তার খেলাটাকে প্রাধান্য দিয়েই অনাপত্তিপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সুপার লিগে উঠতে না পারায় তারকা ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে মোহামেডান। এর আগে মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ মোহামেডান ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এবার তারই ধারায় সাকিব দল বদলে যোগ দিচ্ছেন রূপগঞ্জে।
বিজ্ঞাপন
এনইউ/এটি