লা লিগা জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে এখন কেবল টিকে আছে বার্সেলোনা। ওই আশাও অবশ্য নিতান্তই ক্ষীণ। নিজেদের বাকি পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট পেলেই লিগ নিশ্চিত হয়ে যাবে রিয়ালের। তবে বার্সার জন্য লিগ টেবিলের দুইয়ে থাকাটাও বড় অর্জনই বলা চলে। 

নতুন কোচ জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার আগেও তারা ছিল পয়েন্ট টেবিলের নবম স্থানে। এরপর কেবল দুই ম্যাচে হেরেছে বার্সা। এর মধ্যেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে ৪-০ গোলের ব্যবধানে। এবার তো বার্সা তারকা দানি আলভেজ বলেই ফেললেন, রিয়াল মাদ্রিদ ভাগ্যবান যে তারা আরেকটু আগে ফিরতে পারেননি। 

বৃহস্পতিবার রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে দুইয়ে ফিরেছে বার্সেলোনা। ৩২ ম্যাচে ১৮ জয় ও ৯ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৩। রিয়ালের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তারা। এবার কোনোভাবেই চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে শিরোপা লড়াইয়ে নামতে পারেনি বার্সা। এর কারণ হিসেবে দেরিতে জ্বলাকেই কারণ হিসেবে দেখাচ্ছেন জাভি।

তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ ভাগ্যবান আমরা আরও আগে জ্বলে উঠতে পারিনি। আমরা সবসময় অন্যভাবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করি, কিন্তু শেষ পর্যন্ত জীবন তো এমনই। শিরোপা লড়াইয়ে আমাদের যোগ দিতে দেরি হয়ে গেছে এবং তাদের চ্যালেঞ্জ জানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে।’

‘প্রতিদ্বন্দ্বীর শক্তি এবং লিগে তাদের অবস্থানের কারণে আমরা জানতাম যে লড়াই করা কঠিন হবে। আমি জোর দিয়েই বলছি, আমরা আরও আগে নিজেদের ফিরে না পাওয়ায় রিয়াল নিজেদের ভাগ্যবান ভাবতে পারে।’