বাংলাদেশ দলকে অনেক বড় জায়গায় দেখতে চাই : সোহান
ঠাণ্ডা মাথায় খুনে ব্যাটিং যাকে বলে- বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটে এর উত্তম উদাহরণ হতে পারেন নুরুল হাসান সোহান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামালকে শিরোপা পাইয়ে দিতে ব্যাট হাতে ভূমিকা রাখেন সোহান। বেশ কয়েকটি ম্যাচে দল যখন টপাটপ উইকেট হারিয়ে বিপদে, তখন একাই দায়িত্ব কাঁধে তুলে নেন এই ডানহাতি। রীতিমত অসম্ভবকে সম্ভব করে কয়েকটি ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত হলেও কম্বিনেশনের কারণে একাদশে সুযোগ হচ্ছে না সোহানের। তবে ঘরোয়া ক্রিকেটে তার এমন পারফরম্যান্সে জোর দাবি উঠেছে, এমন খুনে মেজাজের আগ্রাসী সোহানকে এখন না খেলালে আবার কখন? সোহানের মতো ফিনিশারকে খেলানোর পক্ষে সাফাই দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। সোহান নিজে মনে করেন, এখন দেশকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার সময় হয়েছে তার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সোহান বলেন, ‘অনেক বড় আশা, বাংলাদেশ দলকে অনেক বড় জায়গায় দেখতে চাই। সিনিয়র যারা ছিল, মাশরাফি ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, রিয়াদ ভাই, তামিম ভাইয়েরা একটা জায়গায় বাংলাদেশ দলকে নিয়ে গেছে। আমাদের লক্ষ্য থাকবে, আমরা যেন পরের ধাপে নিয়ে যেতে পারি। অবশ্যই বাংলাদেশের হয়ে অনেক বড় কিছু করার আশা।’
সঙ্গে যোগ করেন সোহান, ‘গত দুই বছর ধরে অনেক বেশি পরিশ্রম করছি। যেহেতু মিডল অর্ডারে ব্যাটিং করি, সব সময়ই লক্ষ্য থাকে যেন শেষ করে আসতে পারি। দুই বছর ধরে ঘরোয়া লিগে যেভাবে খেলছি অবশ্যই আশা থাকবে। হয়তো কম্বিনেশনের জন্য জাতীয় দলে অনেক সময় সুযোগ আসে না। তবে যদি সুযোগ আসে তাহলে দলের জয়ে যেন অবদান রাখতে পারি, এভাবে খেলতে পারি এটাই আশা থাকবে।’
বিজ্ঞাপন
সুপার লিগ পর্বে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ২৪৮ রান তাড়া করতে নেমে ৮১ রানে ৫ উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়েছিল শেখ জামাল, ধ্বংসস্তূপে দাড়িয়ে তখন ১১৮ বলে ১৩২ রানের হার না মানা ইনিংস খেলে দলকে উদ্ধার করেন সোহান। এরপর আবাহনীর বিপক্ষে ২৩০ রান টপকাতে গিয়ে ৭৮ রানে নেই ৫ উইকেট। আবার দলের ত্রাণকর্তা সোহান ৮১ বলে ৮১ রানের ইনিংস খেলে দলকে জয়ের পাশাপাশি ভাসালেন শিরোপা জয়ের আনন্দে।
ডিপিএল শেষে সোহান জানালেন, ব্যক্তিগত রান নয়, দলের চাহিদা মেনে ব্যাটিং করতেই পছন্দ করেন তিনি। সোহানের জবাব, ‘আমার কাছে, রান গুরুত্বপূর্ণ নয়। রানের চেয়ে দলের চাহিদা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, দলের চাওয়া অনুযায়ী আমি খেলতে পেরেছি, এটা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার।’
টিআইএস/এইচএমএ