মালদ্বীপে সোনা জেতার হাতছানি বাংলাদেশের
মালদ্বীপে সাউথ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বালক অনূর্ধ্ব ১৯ দলগত ইভেন্টে রৌপ্য পদক নিশ্চিত করেছে বাংলাদেশ দল।
পাকিস্তান ও মালদ্বীপকে হারানোর পর বাংলাদেশ নেপালকেও হারিয়েছে। এই ইভেন্টে আজকের শেষ ম্যাচে বাংলাদেশ নেপালকে হারিয়েছে ৩-২ সেটে। আগামীকাল স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশ দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
বিজ্ঞাপন
বালক অনূর্ধ্ব ১৫ দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারানোর পর মালদ্বীপকে ও একই ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মালদ্বীপের ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহলুফ বাংলাদেশের পারফরম্যান্সে বেশ প্রশংসা করেছেন।
এজেড/এনইউ
বিজ্ঞাপন