সাইমন্ডসের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ ক্রিকেট দুনিয়া
এই তো মাস দুয়েক আগে ক্রিকেটপ্রেমীদের শোকের সাগরে ডুবিয়ে পৃথিবীকে বিদায় বলেছিলেন স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেট বিশ্ব। এর মধ্যেই শনিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবেক অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস।
৪৬ বছর বয়সী এ সাবেক অজি অলরাউন্ডারের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে ক্রিকেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ক্রিকেটারদের থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমীরাও এখনো বিশ্বাস করতে পারছেন না প্রিয় ক্রিকেটারের এ মৃত্যুর খবর।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়া দলে সাইমন্ডসের সঙ্গে দীর্ঘ সময় ড্রেসিং রুম ভাগাভাগি করেছে সাবেক অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। সতীর্থের মৃত্যুতে শোকার্ত এ ক্রিকেটার এক টুইটে লিখেছেন, ‘এটা সত্যিই খুব বেদনাদায়ক।’
— Adam Gilchrist (@gilly381) May 14, 2022
সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের কাছে প্রিয় ‘সিম্মো’র মৃত্যুর খবর অবিশ্বাস্য ঠেকছে, ‘সিম্মো… এটা এখনো বাস্তব মনে হচ্ছে না।’
বিজ্ঞাপন
— Michael Vaughan (@MichaelVaughan) May 14, 2022
২০০৮ সালে সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ করেছিলেন সাইমন্ডস। তার এ অভিযোগ তখন বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। যদিও পরবর্তী সময়ে জানা গেছে, হরভজনের ব্যবহৃত একটি হিন্দি শব্দ বুঝতে ভুল করে সেটিকে বর্ণবাদী মন্তব্য মনে করেছিলেন সাবেক অজি অলরাউন্ডার।
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 15, 2022
সেই হরভজনও সাইমন্ডসের মৃত্যুতে টুইট করে শোক জানিয়েছেন, 'সাইমন্ডসের আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত। খুব দ্রুতই চলে গেলে। তার পরিবার ও বন্ধু-বান্ধবদের জন্য রইল সমবেদনা। বিদেহী আত্মার জন্য প্রার্থনা।'
— Shoaib Akhtar (@shoaib100mph) May 14, 2022
পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারও এই অজি ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ‘অস্ট্রেলিয়ায় গাড়ি দুর্ঘটনায় সাইমন্ডসের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। মাঠে ও মাঠের বাইরে তার সাথে আমার দারুণ সম্পর্ক ছিল।’
এইচএমএ