চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলের গলায় কাটা হয়ে বিঁধে ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। মধ্যাহ্নভোজের বিরতি কাটিয়ে ফিরে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন এই ওপেনার। দেওয়াল হয়ে দাঁড়ানো এই বাঁহাতি ব্যাটসম্যানকে ফিরিয়ে স্বাগতিক শিবিরে স্বস্তি এনে দিয়েছেন তাইজুল ইসলাম।

এই প্রতিবেদন লেখার সময় ৫ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৪৬ রান। ৭৮ রানের লিড নিয়ে ব্যাট করছে সফরকারীরা। যেখানে ধনঞ্জয়া ডি সিলভা ২২ বেং নতুন ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল ২ রানে ব্যাট করছের। 

মধ্যহ্নভোজের বিরতি কাটিয়ে ফিরে করুনারত্নে তার ক্যারিয়ারের ২৮তম টেস্ট ফিফটি তুলে নেন। ৪৪ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করা লঙ্কান অধিনায়ক দ্বিতীয় সেশনের প্রথম ওভারের শেষ বলে তিন রান নিয়ে পঞ্চাশ রানের কোটা পূর্ণ করেন।

ব্যক্তিগত ৫২ রানে যখন ব্যাট করছিলেন এই বাঁহাতি, তখন তাকে আউট করেন তাইজুল। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারের প্রথম বলে শ্রীলঙ্কা অধিনায়ক মিড উইকেটে মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেন। তার ১৩৮ বলের ইনিংসে ছিল ২টি চার। তাইজুল পেয়ে গেলেন তার চতুর্থ উইকেট।

টিআইএস/এটি