৩২ স্পিনার নিয়ে মিরপুরে বিশেষ ক্যাম্প শুরু করেছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ হতেই ভালো মানের স্পিনার খোঁজার লক্ষ্যে নেমেছে বিসিবি। তারই অংশ হিসেবে সম্ভাবনাময় ৩২ জন স্পিনারকে ডেকে পাঠিয়েছে ক্রিকেট বোর্ড। জাতীয় দলের ভাবনায় আর আশেপাশে থাকার এসব স্পিনারদের নিয়ে মিরপুরে ৪ দিনের একটি বিশেষ ক্যাম্প হচ্ছে। জাতীয় দলের স্পিন বোলিং কোচ এই সময়টাতে তাদের পর্যবেক্ষণ করছেন।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (রোববার) শুরু হয়েছে এই ক্যাম্প, চলবে আগামী ১ জুন পর্যন্ত। ক্যাম্প শুরুর পর আজ সংবাদমাধ্যমের সঙ্গে ক্যাম্পের উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন সাবেক শ্রীলঙ্কান স্পিনার হেরাথ, ‘মূল লক্ষ্য হল সম্ভাবনাময় স্পিনারদের খুঁজে বের করা। কোচ হিসেবে বোঝাপড়াটাও জরুরী। ভালো একটি সেশন হয়েছে আমাদের। সামনে আরও কিছু দিন আছে। তাদের নিয়ে আরও অনেক কাজ করতে চাই।’

তবে ক্যাম্পে এখনো বিশেষ কোনো প্রতিভা নজরে আসেনি তার, ‘না, এখনও স্পেশাল কাউকে পাইনি। আশা করি সম্ভাবনাময় স্পিনার খুঁজে পাব। তাদের দেখে ভালোই মনে হচ্ছে।’

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে হেরাথকে পাবে না বাংলাদেশ দল। এই ক্যাম্পের পরই পরিবারকে সময় দিতে শ্রীলঙ্কায় উড়াল দেবেন তিনি। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে হেরাথের বদলি হিসেবে কাউকে নেবে না বিসিবি। সুজন এবং হেড কোচ রাসল ডমিঙ্গোই এই সিরিজে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন। হেরাথ অবশ্য মনে করেন, তার অনুপস্থিতিতে খুব একটা বেগ পেতে হবে না সাকিব-নাঈমদের, ‘স্পিনারদের সাথে আমার কথা হয়েছে, কোচদের সাথেও কথা হয়েছে। আমি নিশ্চিত, যারা যাচ্ছেন তারা স্পিনারদের দেখে রাখবেন।’

ওয়েস্ট ইন্ডিজ সফর স্পিনারদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। সেখানে স্পিনারদের দায়িত্বশীল ভূমিকা পালনে জোর দিয়েছেন হেরাথ, ‘(স্পিনারদের) মাথায় রাখতে হবে- আমার একটা ভূমিকা আছে, আমার একটা দায়িত্ব আছে। আপনি যেখানেই খেলুন না কেন দায়িত্ব কী তা বুঝতে হবে। ঘাস থাকতে পারে, ফ্ল্যাট ট্র্যাক হতে পারে আবার স্পিনারদের কিছু সহায়তাও থাকতে পারে। নিজের শক্তির জায়গা বের করে ঐ অনুযায়ী বল করতে হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সেরা বোলিং পারফরম্যান্স সাকিব আল হাসানের। ঢাকা টেস্টে ক্যারিয়ারে ১৯তম 'ফাইফারে'র (পাঁচ উইকেট) দেখা পেয়েছেন তিনি। ফিটনেস ধরে রাখতে পারলে সাকিব আরও অনেকদিন খেলতে পারবেন বলে বিশ্বাস এই শ্রীলঙ্কান কোচের, ‘সে অনেক অভিজ্ঞ খেলোয়াড়। সবসময় সে সেরাটাই খেলে। তাকে তাই শুধু ফিটনেস নিয়ে ভাবতে হবে। ফিটনেস লেভেল ধরে রাখলে সে আরও অনেক দিন খেলতে পারবে।’

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষেই স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন সাকিব আল হাসান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিবের কোন চোট নেই, একটু অস্বস্তি অনুভব করছেন বলেই এই স্বাস্থ্য পরীক্ষা। শ্রীলঙ্কা সিরিজের করোনায় আক্রান্ত হয়েছিলেন সাকিব, তবে চট্টগ্রাম টেস্ট শুরুর কয়েকদিন আগে করোনামুক্ত হন তিনি, এরপর সিরিজের দুই টেস্টেই খেলেছেন।

এইচএমএ/এটি