জরুরি বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় উপস্থিত হয়েছেন মুমিনুল হক। টেস্ট অধিনায়ক ইস্যুতে আলোচনা করবেন তারা।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬.৪৫টায় নিজ গাড়িয়ে পাপনের গুলশানস্থ বাসায় প্রবেশ করেন মুমিনুল। তখন তার চেহারায় ছিল ক্লান্তির চাপ। স্বাভাবিকভাবেই নিজের ফর্ম আর অধিনায়ক ইস্যুতে চাপে আছেন এই বাঁহাতি। জানা গেছে, মুমিনুল টেস্ট দলের অধিনায়কত্ব করবেন কিনা, সে নিয়ে আলোচনায় হতে পারে পাপনের সঙ্গে।

গুঞ্জন আছে, মুমিনুলের পরিবর্তে এই ফরম্যাটের অধিনায়কত্ব পেতে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে আজ মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত হলেও সেটি প্রকাশ পাবে আগামী ২ জুন বিসিবির আগামী বোর্ড মিটিংয়ে। আর শেষ পর্যন্ত যদি মুমিনুল নেতৃত্ব চালিয়ে যেতে চান, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দুটি টেস্টের সিরিজ তাঁর জন্য হবে একটা ‘লাইফ লাইন।’ এই সিরিজে অধিনায়ক এবং ব্যাটসম্যান মুমিনুলের পারফরম্যান্সের ওপর দৃষ্টি থাকবে বিসিবির। ভালো করলে হয়তো আপাতত মুমিনুলের নেতৃত্ব নিয়ে আলোচনাটা থেমে যাবে। নয়তো মুমিনুল চান বা না চান, টেস্ট দলের নেতৃত্ব ছাড়তেই হবে।

কারণ পরিষ্কার। সর্বশেষ ১০ ইনিংসে মাত্র ২ বার দুই অঙ্ক ছুঁতে পারেন মুমিনুল, যেখানে সর্বোচ্চ ৩৭ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংস সহ সর্বশেষ ৭ ইনিংসেই ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। ইনিংসগুলো হল ০, ৯, ২, ৫, ৬, ২, ০। 

ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টে ৬০-এর বেশি গড় অর্জন করা মুমিনুল ক্রমাগত খারাপ করতে করতে গড় নামিয়েছেন ৪০-এর নিচে। একটা লম্বা সময় তার চেয়ে বেশি টেস্ট গড় ছিল না কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের। অথচ বর্তমানে তার গড় (৩৮.৩১) তামিম ইকবাল (৩৯.৫৩) ও সাকিব আল হাসানের (৩৯.১৭) চেয়েও নিচে।

টিআইএস/এটি