কেকেআরের জার্সি গায়ে সাকিব আল হাসান।

ঘরের ছেলে ফিরেছে ঘরে। তাকে বরণ করে নিয়েছে কলকাতা নাইট রাইর্ডার্স। বিশেষজ্ঞদের ধারণা ফলে গেল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কেকেআরেই ফিরলেন সাকিব আল হাসান। তাকে দলে টানার পর স্বাগত জানিয়েছে শাহরুখ খানের দল। সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বসিত কলকাতার হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। 

কলকাতার হয়ে একই জার্সিতে মাঠ মাতিয়েছেন দুজন। আইপিএলে সাকিব যখন বলিউড বাদশার দলের হয়ে খেলেছেন, তখন ম্যাককালাম ছিলেন তার সতীর্থ। মাঝে দলবদল করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গত বছর নিষেধাজ্ঞার কারণে আইপিএলে খেলা হয়নি সাকিবে। এর মাঝে ক্রিকেট ছেড়ে কোচিংয়ে থিতু হয়েছেন ম্যাককালাম। দায়িত্ব নিয়েছেন কলকাতার হেড কোচ হিসেবে। 

আইপিএলের ১৪তম আসরের নিলাম থেকে সাকিবকে দলে টেনেছে কেকেআর। এই দলের হয়ে দীর্ঘ পথচলা সাকিবের। ৩ কোটি ২০ লাখ রূপিতে কেকেআরে নাম লেখানো সাকিব এই দলটির হয়ে দুইবার আইপিএল শিরোপা জিতেছেন। নিলাম থেকে সাকিবকে দলে টানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ম্যাককালাম।

সাকিবের প্রশংসা করে এক টুইট বার্তায় ম্যাককালাম লিখেছেন, ‘সাকিবকে কলকাতা শিবিরে আবার ফিরে পেয়ে ভালো লাগছে। তার অভিজ্ঞতা, যোগ্যতা সবই প্রমাণিত।’

টিআইএস/এমএইচ