উইন্ডিজে সেঞ্চুরির দৌড়ে তামিম, ফিফটির অপেক্ষায় শান্ত
ওয়েস্ট ইন্ডিজে তিনদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ শুক্রবার (১০ জুন) টস জিতে মাঠে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে রানের খাতা খোলার আগেই ফিরেছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর দলের হাল ধরে অর্ধশতক তুলে নিয়েছেন তামিম ইকবাল, শতকের পথে ছুটছেন তিনি। ফিফটির অপেক্ষায় আছেন নাজমুল হোসেন শান্ত।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের প্রথম দিনে প্রথম সেশন শেষে ৩৪ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১২৩ রান তুলেছে বাংলাদেশ দল। সেঞ্চুরির দৌড়ে থাকা তামিম ৭৫ এবং অর্ধশতকের অপেক্ষায় থাকা শান্ত ৪৫ রানে অপরাজিত আছেন।
বিজ্ঞাপন
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৮ সালের পর আবার উইন্ডিজ সফরে গেছে টাইগাররা। যেখানে ২ টেস্টের সঙ্গে সমান ৩টি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা। সাদা পোশাকের ফরম্যাট দিয়ে ১৬ জুন মাঠে গড়াবে দুই দলের লড়াই। তার আগে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ।
ওপেনার জয় ফিরে যাবার পর দলের হাল ধরেন তামিম আর তিনে নামা শান্ত। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে খেলেন দুইজন। মধ্যাহ্নভোজের আগেই ফিফটি তুলে নেন তামিম। বিরতিতে যাওয়ার আগে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ দল।
বিজ্ঞাপন
প্রথম সেশন শেষে তামিম ১১২ বলে ১২ চারের সাহায্যে ৭৫ রানে অপরাজিত আছেন। ৪৫ রান নিয়ে তামিমের সঙ্গী হিসেবে দ্বিতীয় সেশন শুরু করবেন শান্ত।
টিআইএস/এইচএমএ