মুস্তাফিজুর রহমান/ফাইল ছবি

সাকিব আল হাসান শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে আইপিএল খেলতে ছুটি চেয়েছিলেন বিসিবির কাছে। বোর্ড সেটা মঞ্জুরও করেছে। এরপর থেকেই প্রশ্ন উঠেছে বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকেও বিসিবি আইপিএল খেলার অনুমতি দেবে কিনা।

সোমবার এই বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মুস্তাফিজ চাইলে বোর্ড তাকেও আটকাবে না বলে জানিয়েছেন তিনি। একটা চিঠি দিলেই সাকিবের মতো তার ছুটিও মঞ্জুর করা হবে বলে জানান বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘মুস্তাফিজ আজকে এসেছিল আমার কাছে। আমাকে বলেছে আইপিএলে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি দেখো এখানে আমার কিছু বলার নাই। তুমি যেতে চাইলে আমাদের কাছে একটা চিঠি দাও।’

কেবল সাকিব কিংবা মুস্তাফিজ নয় যেকোনো ক্রিকেটারের ক্ষেত্রেই এই নীতি অনুসরণ করা হবে বলে জানান পাপন, ‘এটা কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য না। আমরা কাউকেই আটকাবো না। কেবল সাকিব আল হাসান কেন, যেকোনো ক্রিকেটারই যেতে চাইলে যাবে।’

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। ভিত্তিমূল্য এক কোটি রুপিতেই এই পেসারকে কিনে নিয়েছে দলটি।

এমএইচ/এটি