আঁটসাঁট বোলিংয়ে উইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ
টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার ওয়ানডে সিরিজে উইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। রোববার গায়ানায় প্রথম ওয়ানডেতে ভালো শুরু পেয়েছে সফরকারীরা। টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে স্পিন আক্রমণ নিয়ে স্বাগতিকদের চেপে ধরেছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখার সময় ১৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ ৪৫ রান। শামার ব্রুকস ২৮ এবং ব্র্যান্ডন কিং ৫ রানে ব্যাট করছেন। বাংলাদেশের বোলারদের বিপক্ষে রান তুলতে হিমশিম খাচ্ছে উইন্ডিজ। মন্থর ব্যাটিংয়ে ২.৬৫ গড়ে রান তুলছে তারা।
বিজ্ঞাপন
ভেজা আউটফিল্ডের কারণে ২ ঘণ্টা ১৫ মিনিট পর বল মাঠে গড়ায়। ম্যাচে দৈর্ঘ্য কমে নেমে আসে ৪১ ওভারে। যেখানে অভিষিক্ত নাসুম আহমেদকে দিয়ে আক্রমণ শুরু করেন অধিনায়ক তামিম ইকবাল।
নাসুম না পারলেও ইনিংসের দ্বিতীয় ওভারে সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার ইনফর্ম ব্যাটসম্যান শাই হোপকে বোল্ড করে সাজঘরের পথ দেখান। ইনসাইড এজ হয়ে বোল্ড হন হোপ। ডানহাতি ব্যাটসম্যান খুলতে পারেননি রানের খাতা।
বিজ্ঞাপন
প্রথম পাওয়ার প্লের ৮ ওভারে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশ। মাত্র ২৬ রান দেয় তারা। স্পিনার নাসুম ছিলেন ধ্রুপদী। আঁটসাঁট বোলিংয়ে রানের চাকা থামিয়ে রাখেন। পাওয়ার প্লেতে ৪৮ বলের মধ্যে ৩৯ বলই ডট দিয়েছে বাংলাদেশ। বৃত্তের সুবিধা কাজে লাগিয়ে উইন্ডিজ বাউন্ডারি তুলেছে ৫টি।
পরে ইনফর্ম কাইল মায়ার্সকে ফেরান মেহেদী হাসান মিরাজ। অফ স্পিনারের তার অ্যাঙ্গেল ডেলিভারি পিচ করে হাল্কা বাক খেয়ে স্টাম্পে আঘাত করে। ২৭ বলে ১০ রান করে ফেরেন মায়ার্স। নাসুম উইকেটের দেখা না পেলেও এখন পর্যন্ত ৬ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪ রান দিয়েছেন, যেখানে মেডেন ৩টি।
টিআইএস/ওএফ