ফিফার তালিকাভুক্ত রেফারিদের মধ্যে সর্বপ্রথম নিজের সমকামী পরিচয় প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান রেফারি ইগর বেনেভেনুতো। প্রায় দুই দশক ধরে নিজের এই পরিচয় গোপন রেখেছিলেন তিনি।

সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের পডকাস্টে এক আলোচনায় নিজেকে সমকামী হিসেবে দুনিয়ার সামনে পরিচয় করিয়ে দেন বেনেভেনুতো। শুক্রবার প্রকাশিত পডকাস্টে ফুটবলকে ‘পুরুষদের খেলা’ হিসেবে বর্ণনা করে এই রেফারি বলেন, ‘আমি ফুটবলকে ঘৃণা করতে করতেই বড় হয়েছি। ফুটবলের মাচো পরিবেশ আমি নিতে পারতাম না। যে শিশুদের সঙ্গে আমি খেলতাম, তাদের সামনে নিজের একটা মুখোশ তৈরি করে নিয়েছিলাম।’

আরও পড়ুন >> বিশ্বকাপে সমকামীদের ‘লাল কার্ড’ দেখাল কাতার

তরুণ বয়সেই ইগর বুঝে যান যে তিনি সমকামী। এতদিন নিজের এই পরিচয় গোপন রাখলেও এখন আর কারো পরোয়া করেন না তিনি, ‘আমার বয়স ৪১, ২৩ বছর ধরে রেফারি হিসেবে কাজ করছি। আজকের আগে আমি কখনোই কোথাও স্বরূপে হাজির হতে পারিনি। সমকামীরা তাদের পরিচয় লুকিয়ে রাখতে জানে।’

আরও পড়ুন >> কোপায় আর্জেন্টিনাকে ৪-০ গোলে ধসিয়ে দিল ব্রাজিল

‘তবে আজকে থেকে ইগরের যে চরিত্রগুলো আমি তৈরি করেছিলাম সেগুলোতে আর হাজির হব না। আমি শুধুই ইগর, একজন সমকামী, যে মানুষ এবং তাদের পছন্দকে শ্রদ্ধা করে। কোনো মুখোশ নয়। শুধুই ইগর। আজকে থেকে কোনো ফিল্টার ছাড়া আমি ইগর, আমি অবশেষে আমার অস্তিত্বকে ফিরে পেয়েছি।’

৪১ বছর বয়সী ইগর বেনেভেনুতো ২০২১ সালে ফিফার তালিকাভুক্ত হন। ব্রাজিলের অন্যতম সেরা রেফারি হিসেবে সুনাম রয়েছে তার।

এইচএমএ