১৯ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। তার আগে আগামীকাল রোববার বোর্ড সভা ডেকেছে বিসিবি। এটি হবে চলতি বোর্ডের পঞ্চম বৈঠক।

এজিএমের আগে বোর্ড সভায় সাধারণত শেষ মুহূর্তের প্রস্তুতি আর করণীয় নিয়ে আলোচনা করা হয়। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মূল এজেন্ডায় স্থান পায়নি এজিএমের বিষয়টি। এজিএম নিয়ে যা আলোচনা তার সবই হয়েছে আগের মিটিংয়ে।

এবারের বোর্ড মিটিং বা সভা ডাকা হয়েছে শেখ হাসিনা স্টেডিয়াম প্রসঙ্গে। স্টেডিয়ামের কনসালটেন্ট নিয়োগের ব্যাপারে হবে চূড়ান্ত আলোচনা। শনিবার বিষয়টি সংবাদমাধ্যমকে জানালেন, বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

টিটু বলেন, ‘বোর্ড মিটিংটি আমাদের শেখ হাসিনা স্টেডিয়ামের কনসালটেন্ট নিয়োগের ব্যাপারে। এটাতে একটাই এজেন্ডা। আমাদের শেষ বোর্ড মিটিংয়ে যে আলোচনা হয়েছিল, সেখানে সভাপতি মহোদয় বলেছিলেন যে আমরা খুব শিগগিরই আমরা আমাদের এজিএমের আগেই এই কনসালটেন্ট নিয়োগের ব্যাপারটা সেরে ফেলব। সেটা যেহেতু বোর্ড মিটিংয়ের মাধ্যমে করতে হয়, তো ওই ব্যাপারে একটা বোর্ড মিটিং।’

রোববার বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই মিটিংয়ের মূল এজেন্ডায় পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের বিষয়টি গুরুত্ব পেলেও বোর্ড পরিচালকরা চাইলে বাইরের প্রসঙ্গ টানতে পারেন। জানা গেছে, সেখানে আলোচনায় উঠতে পারে টেস্ট আর  টি-টোয়েন্টি দলের পারফরম্যান্স। আলোচনা হতে পারে মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি অধিনাকত্বের ভবিষ্যৎ নিয়েও।

এজিএমের আগে বোর্ড সভা নিয়ে টিটু বলেন, ‘এটা আসলে এজিএমের সাথে সম্পৃক্ত না। কারণ এজিএমের সাথে সম্পৃক্ত যে বোর্ড সভা লাগে সেটা অলরেডি এর আগে হয়ে গেছে। এখন যেটি হচ্ছে সেটি শুধুমাত্র শেখ হাসিনা স্টেডিয়ামের কার্যক্রম যেটি বোর্ড সভাপতি বলেছেন এর আগে যে দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শুরু করতে চাই। তারই পরিপ্রেক্ষিত কাল ওদের প্রেজেন্টেশন থাকবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে কাকে আমরা কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেব।’

টিআইএস/এনইউ