এজবাস্টনে একমাত্র টেস্ট হারের দুঃস্মৃতি এখন ভারতের জন্য দূর অতীত। কারণ ইংলিশদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ধরাশায়ী করার পর যে ওয়ানডে সিরিজেও তাদের কোমর ভেঙে দিয়েছে ভারত। গতকাল রোববার (১৭ জুলাই) তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টির মতো সমান ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত।

ম্যানচেস্টারে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। এজবাস্টন টেস্টে দুই জয়ের নায়ক জনি বেয়ারস্টো এবং জো রুট দুজনই দলীয় ১২ রানে ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই বিদায় নেন। ওপেনার জেসন রয় এরপর টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়ে তোলেন। তবে এই জুটিকে খুব বেশিদূর এগোতে দেননি হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের দলীয় ৬৬ ও ৭৩ রানে যথাক্রমে রয় (৪১) এবং স্টোকসের (২৭) উইকেট দুটি তুলে নেন তিনি।

আরও পড়ুন >> দল থেকে বাদ পড়লেন কোহলি

পঞ্চম উইকেট জুটিতে মঈন আলিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড় তোলার চেষ্টা করেছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে মঈন ব্যক্তিগত ৩৪ রানে রবীন্দ্র জাদেজার বলে উইকেটের পেছনে ক্যাচ দিলে সেই প্রতিরোধের প্রচেষ্টাও জলে যায়। এরপর লিয়াম লিভিংস্টোনের সঙ্গে ৪৯ রানের আরেকটি জুটি গড়েন বাটলার, তবে সেটা ভারতের সামনে বড় লক্ষ্য দাঁড় করানোর জন্য মোটেই যথেষ্ট ছিল না। দলীয় সর্বোচ্চ ৬০ রানের পান্ডিয়ার শিকার বনেছেন ইংলিশ অধিনায়ক। পেস বোলিং অলরাউন্ডার পান্ডিয়ার বলে সাজঘরের পথ ধরেছেন লিভিংস্টোনও (২৭)।

১৯৯ রানে ৭ উইকেট ধুঁকতে থাকা ইংল্যান্ড শেষদিকে ক্রেইগ ওভারটনের ৩৩ বলে ৩২ রানের ইনিংসে ভর করে ভারতের সামনে একটা সম্মনাজনক স্কোর দাঁড় করাতে সক্ষম হয়। ৪৫.৫ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ২৫৯ রান তোলে তারা। ভারতের পক্ষে ৭ ওভার বোলিং করে মাত্র ২৪ রান খরচায় ৪ উইকেট তুলে নেন হার্দিক। এছাড়া যুজবেন্দ্র চাহাল ৩টি এবং মোহাম্মদ সিরাজ ২টি উইকেট শিকার করেন।

আরও পড়ুন >> ঘোর দুর্দিনে বাবরকে পাশে পেলেন কোহলি

২৬০ রান তাড়া করতে নামা ভারত মাত্র ৩৮ রানের মধ্যেই হারায় ৩ উইকেট। সফরকারীদের প্রথম তিন ব্যাটসম্যান রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহলিকে সাজঘরের পথ চেনান ইংলিশ পেসার রিস টপলি। তবে চারে নামা ঋষভ পন্তের ১১৩ বলে ১২৫* এবং ছয়ে নামা পান্ডিয়ার ৫৫ বলে ৭১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৪৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন পন্ত এবং প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন পান্ডিয়া।

এইচএমএ