‘দ্য নিউ নরমালে’ বদলে গেছে জীবনযাপন। বদলে যাওয়া সময় একটু বেশিই প্রভাবিত করছে খেলোয়াড়দের। করোনার মধ্যেও এক দেশ থেকে আরেক দেশে ছুটোছুটি। নির্দিষ্ট কিছু দিন রুমবন্দি থাকতে হচ্ছে খেলোয়াড়দের। এর আগে এমন অভিজ্ঞতা হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। নিউজিল্যান্ডে গিয়ে হোটেলবন্দি থাকতে হবে ৭ দিন। ২ দিন কাটাতেই হাঁপিয়ে উঠেছেন পেসার তাসকিন আহমেদ। এমন অভিজ্ঞতা চান না তিনি।

করোনার মধ্যে জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলার অভিজ্ঞতা আছে তাসকিনদের। বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। সবই হয়েছে ঘরের মাঠে। যেখানে সুরক্ষা বলয়ে থাকলেও অনুশীলনে বা হোটেল রুম থেকে বের হয়ে সতীর্থদের সঙ্গে আড্ডা দিতে পেরেছেন ক্রিকেটাররা। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্নি।

করোনার মধ্যে প্রথমবার বিদেশ সফরে গেছে টাইগাররা। নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে টাইগারদের। যেখানে কয়েক ধাপে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে পরের ৭ দিন অনুশীলনের সুযোগ মিলবে। শুরুর ৭ দিন নিজ নিজ কক্ষে বন্দি থাকতে হবে ক্রিকেটারদের। এই বন্দি দশা থেকে বের হতে চান তাসকিন। নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘চাইবো যত দ্রুত অভিজ্ঞতাটা শেষ হোক।’

যদিও নিজিল্যান্ডে যাওয়ার পর প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে তাসকিনদের। এজন্য খানিকক্ষণ মুক্ত বাতাসে বের হওয়ার সুযোগ পেয়েছিলেন ক্রিকেটাররা। সেই সময়টিও ৩০-৪০ মিনিটের বেশি নয়। সতীর্থদের সঙ্গে সাক্ষাতের সুযোগ মিললেও নির্দিষ্ট দূরত্ব মানতে হয়েছে সফরকারীদের।      

তাসকিন বলেন, ‘আসলে এ রকম আইসোলেশন একটু আলাদা অভিজ্ঞতা। আর এগে কখনো এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য ২ মিটার দূরত্ব বজায় রেখে হাঁটার সুযোগ পেয়েছি। এখন আবার রুমে চলে এসেছি। তাও ভালো লাগছে যে টানা দুই দিন একদম বন্দি রুমে। প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসার পরে আমাদের হাঁটতে দিয়েছে। আরও কিছু টেস্ট বাকি আছে। এর পর ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা অনুশীলন শুরু করতে পারবো। তো সবেমিলিয়ে আলাদা অনুভূতি। চাইবো যত দ্রুত অভিজ্ঞতাটা শেষ হোক ততোই ভালো।’ 

কিভাবে সময় কাটছে তাসকিনদের? জবাবে এই পেসার জানান, ‘সময় কাটছে আসলে পরিবারের সঙ্গে কথা বলে (ফোনে), সিনেমা দেখে। বিসিবি থেকে আমাদের কিছু শরীরচর্চারও ব্যবস্থা করে দিয়েছে। কিছু ব্যান্ডস আর সাইক্লিংয়ের জন্য দেওয়া হয়েছে। কিছু কর্মসূচি দেওয়া হয়েছে যে রুমে যে সব শরীরচর্চা করা সম্ভব সেগুলো করার জন্য। তো সবমিলিয়ে এভাবেই সময়টা কেটে যাচ্ছে। কিছু শরীরচর্চা, সিনেমা, পরিবারকে সময় দিয়ে এভাবেই।’

টিআইএস/এনইউ