সাইফ স্পোর্টিংয়ের দায়িত্ব ছাড়ছেন বেলজিয়ান কোচ
সাইফ স্পোর্টিংয়ের ‘সদ্য সাবেক’ কোচ পল পুট/ছবি: ইএসপিএন
সাইফ স্পোর্টিংকে ইতিহাসে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে তুলেছিলেন বেলজিয়ান কোচ পল পুট। সেই তিনিই আর থাকছেন না। ‘ব্যক্তিগত কারণে’ আগামীকাল বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন এই কোচ।
তার চলে যাওয়ার কারণ জানাতে গিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরি বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চলে যেতে চেয়েছেন। আমরা আর অনুরোধ করিনি।’
বিজ্ঞাপন
অনুরোধ না করার পেছনে সাইফের এই উর্ধ্বতন কর্মকর্তার ব্যাখ্যা, ‘১০ ম্যাচে আমরা ১৫ গোল হজম করেছি। যা বিগত লীগগুলোতে কখনোই হয়নি। সব মিলিয়ে আমরাও তার পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলাম না।’ লিগের পারফরম্যান্সে সন্তুষ্ট না হলেও এই বেলজিয়ান কোচের অধীনেই সাইফ স্পোর্টিং প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনাল খেলেছিল।
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং পঞ্চম স্থানে। বেলজিয়ান কোচ বিদায় নিচ্ছেন। তার সহকারী জুলফিকার মাহমুদ মিন্টু আপদকালীন কোচ হিসেবে কাজ করবেন। মিন্টু থাকলেও বিদেশি কোচ খুজছে সাইফ স্পোর্টিং, ‘প্রথম লেগে আর দুই ম্যাচ রয়েছে। মধ্যবর্তী দলবদল শেষে দ্বিতীয় লেগ শুরু হতে সময় লাগবে। আমরা একটু আস্তে ধীরেই কোচ খুঁজব।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, বেলজিয়ান কোচ পল পুট বাংলাদেশে আসা বিদেশি কোচদের মধ্যে অন্যতম হাই প্রোফাইল কোচ ছিলেন। সাইফ স্পোর্টিং ও পল পুট দুই পক্ষ সমঝোতার মাধ্যমে চুক্তি বিচ্ছেদ করেছেন।
এজেড/এনইউ