সতীর্থ অক্ষর পাটেলের সঙ্গে বিরাট কোহলির উইকেটের উল্লাস/ছবি: ইএসপিএন ক্রিকইনফো

পরিস্থিতি ঠিকঠাক থাকলে এতোক্ষণে তৃতীয় দিনের রণকৌশল ঠিক করার কথা ভারতের। কিন্তু আহমেদাবাদের মোতেরায় এখন শশ্মানের নিরবতা। ইংল্যান্ড ভারতের টেস্টম্যাচটা যে শেষ হয়ে গেছে মাত্র দেড় দিনেই। শেষের পর অধিনায়ক বিরাট কোহলি জানালেন, এমন টেস্ট ম্যাচ কোহলি দেখেননি কখনো!

জো রুটের বলে ছক্কা মেরে রোহিত যখন জয়োল্লাসে মাতলেন, দ্বিতীয় দিনের খেলার তখনো বাকি ২৫ ওভার। মানে সাকুল্যে ভারত-ইংল্যান্ডের দুই দুই চার ইনিংস মিলিয়ে খেলা হয়েছে কেবল ১৪০.২ ওভার! বলের হিসেবে বিরাট কোহলিরা খেলেছেন ৮৪২ টি বল। টেস্ট ইতিহাসে এর চেয়ে কম বলে কোনো টেস্ট শেষ হয়েছে আর ছয়টি, কোহলিদেরটা আছে তালিকার সাতে।

ভারত অধিনায়ক জানালেন, এমন পাগুলে টেস্ট ম্যাচ আগে দেখেননি কখনো। কোহলির ভাষ্য, ‘মাত্র দু’দিনেই খেলাটা শেষ হয়ে গেল! এমন অদ্ভুতুড়ে ম্যাচ আমি আগে কখনো দেখিনি।’ দেখবেন কী করে! সাড়ে আটশো বলের কমে টেস্ট শেষ হওয়ার নজির যে ক্রিকেটই দেখল ৮৬ বছর পর! কোহলি তো বটেই, তখন যে তার বাবারও জন্ম হয়নি!  

দলের মিডল অর্ডারের পারফর্ম্যান্সে আরও উন্নতি চান ভারতীয় অধিনায়ক। বললেন, ‘১০০ রানে আমাদের ৩ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে ১৫০ রানেই সব শেষ! বল ঘুরছিল ঠিক আছে, কিন্তু প্রথম ইনিংসে ব্যাট করার জন্য অতো কঠিন উইকেটও ছিল না এটা।’

পুরো ম্যাচে উইকেট পড়েছে ৩০ টি। মোতেরার উইকেট ভয়ঙ্কর স্পিনবান্ধব হলেও ৩০ উইকেটের ২১টিই পড়েছে সোজা বলে। ব্যাটসম্যানরা বল খেলতে চেয়েছিলেন স্পিনের জন্য, বল পরে বাঁক না নেওয়ায় সোজা এসে আঘাত হেনেছে প্যাডে, স্ট্যাম্পে। কোহলি এতে কিছুটা অবাক, ’৩০ উইকেটের ২১টা সোজা বলে পড়েছে, এটা আমার কাছে বিস্ময়ের ব্যাপার ঠেকছে।’

তরুণ অক্ষর পাটেল নজর কেড়েছেন এই টেস্টে। দুই ইনিংস মিলিয়ে ঝুলিতে পুরেছেন ১০ উইকেট। অধিনায়ক কোহলির প্রশংসাও পেলেন তিনি। ভারতীয় ব্যাটসম্যান বললেন, ‘জাদেজার চোট প্রতিপক্ষকে স্বস্তি দিয়েছিল, কিন্তু আমাদের যে একজন অক্ষরও আছে! তার উচ্চতা আছে, জোরে বল করতে পারে। তাকে আপনি না পারবেন সুইপ করতে, না পারবেন তার বলে রক্ষণ করতে! সঙ্গে যদি যোগ হয় উইকেটের সহায়তা, তখন সে সত্যিই ভয়ঙ্কর হয়ে ওঠে।’

এ টেস্টে পাদপ্রদীপের আলোয় এসেছেন আরেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম ও ইতিহাসের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ভারত অধিনায়ক প্রশংসা করেন তার। 

কোহলি বলেন, ‘তাকে তো দাঁড়িয়ে অভিনন্দন জানানো উচিত আমাদের। ও এই যুগের কিংবদন্তি। অধিনায়ক হিসেবে ও আমার দলে থাকায় আমি তৃপ্ত।’

এনইউ