শুরুতেই ভারতের আঘাত, এবার ব্যর্থ বাবর
দুই দলের সবশেষ দেখা যখন হয়েছিল, সেবার মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে বাবর আজম ভারতকে কোনো সুযোগ না দিয়েই বের করে নিয়েছিলেন ম্যাচটা। তবে এবার আর তেমন কিছু পারলেন বাবর। ফিরে গেছেন শুরুতেই।
ম্যাচের শুরু থেকেই ভারত কিছুটা চাপে রেখেছে পাকিস্তানকে। টসে জিতে বোলিং বেছে নেওয়া ভারত শুরুর ওভারেই দুই বার জোরালো আবেদনই করে বসেছিল, যার একটিতে তর্জনি তুলে দিয়েছিলেন আম্পায়ার। তবে সেবার রিভিউ নিয়ে রক্ষা মেলে দলটির।
বিজ্ঞাপন
শুরুর ওভারে উইকেট না খোয়ালেও ভারতের তৈরি করা চাপটা ঠিকই কাজে দিয়েছে। শুরু থেকেই খোলসে ছিলেন পাক দুই ব্যাটসম্যান।
তৃতীয় ওভারে সেই চাপটাকেই যেন সপাটে স্কয়ার লেগের ওপর দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন তিনি। তবে সেটা হয়নি। ভুবনেশ্বর কুমারের করা শর্ট বলটা তার ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে শর্ট ফাইন লেগে থাকা আরশদীপ সিংয়ের হাতে। ৯ বলে ১০ রান করে ফেরেন পাকিস্তান অধিনায়ক বাবর।
বিজ্ঞাপন
এনইউ