জুতা বদলে মিলবে সাফল্য
আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট। স্পিন ভেলকিতে নাস্তানাবুদ হয়েছেন ইংল্যান্ড ও ভারত দুই দলের ব্যাটসম্যানরা। দিবা-রাত্রির টেস্ট শেষ হয়েছে দুই দিনে।
ভারতের উইকেট বেশির ভাগ সময়ই ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নের জায়গা। ব্যাটসম্যানদের জন্য এই দুঃস্বপ্ন পার করতে জুতা বদলের পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। স্পাইক জুতার বদলে রাবারের স্পাইক সম্বলিত জুতা পরে খেলার পরামর্শ ভারতের সাবেক এই ব্যাটসম্যানের।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আহমেদাবাদ টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখে হতাশ। এই ধরনের খটখটে পিচে যেখানে বল ঘুরে, সেখানে সাফল্য পাওয়ার রাস্তা হল শট নির্বাচন এবং পায়ের ব্যবহার। এমন পিচে ব্যাটসম্যানরা স্পাইক লাগানো বুট পরে কেন ব্যাট করতে নামছে, তা দেখেই অবাক হয়েছি। এই ক্ষেত্রে রাবার সোলের জুতা পরে ব্যাট করলে ক্রিকেটারদের সমস্যা হয় না।’
আহমেদাবাদ টেস্টে ইংল্যান্ড নিজেদের দুই ইনিংসে অলআউট হয়েছে ১১২ এবং ৮১ রানে, ভারত প্রথম ইনিংসে থেমেছে মাত্র ১৪৫ রানে। ম্যাচের চার ইনিংস মিলিয়ে মাত্র দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করতে পেরেছেন। জুতা বদলেই এই সমস্যা থেকে উতরানো যাবে বলে মনে করেন আজহারউদ্দিন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘কঠিন পিচে রাবারের সোলের জুতো পরে অনেক ব্যাটসম্যানকেই আমি দুর্দান্ত সাফল্য পেতে দেখেছি। তর্কের খাতিরে অনেকে বলতেই পারেন, এ ক্ষেত্রে রান নেওয়ার সময় পা পিছলে পড়ে যেতে পারে ব্যাটসম্যানরা। এর উত্তরে বলতে পারি, উইম্বলডনে সব টেনিস খেলোয়াড় কিন্তু রাবারের সোলের জুতো পরেই খেলেন।’
এমএইচ/এটি