শচীন-লারাদের সঙ্গে খেলতে দেশ ছাড়লেন সুজন-রফিকরা
বাংলাদেশ লিজেন্ডসের ভারত যাত্রা/ছবি: ফেসবুক
করোনা শঙ্কা সামলে মাঠে ফিরছেন কিংবদন্তি ক্রিকেটাররা। শচীন টেন্ডুলকার, মুত্তিয়া মুরালিধরন, ব্রায়ান লারাদের সঙ্গে এই ব্যাট-বলের লড়াইয়ে ফিরছেন বাংলাদেশের কিংবদন্তিরাও। নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত টুর্নামেন্টে খেলবে বাংলাদেশের একটি দল। ৫ মার্চ টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে ভারত লিজেন্ডসের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ লিজেন্ডস।
এই লড়াইয়ে অংশ নিতে শনিবার ঢাকা ছেড়েছেন খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিকরা। ১৪ সদস্যের দলে রয়েছেন ক্রিকেটের বাইরেরও একজন। সাবেক ১৩ ক্রিকেটারের সঙ্গে দলে আছেন হকির একজন সাবেক খেলোয়াড় মামুনুর রশিদ। টুর্নামেন্টের নিয়মের কারণেই অবশ্য ক্রিকেটের বাইরে একজন খেলোয়াড়কে রাখতে হয়েছে দলে।
বিজ্ঞাপন
ভারতের রায়পুরের ছত্তিশগড়ে আগামী ৫ মার্চ শুরু হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ নামের এই টুর্নামেন্ট। বাংলাদেশ লিজেন্ডস ছাড়াও লড়বে ইন্ডিয়া লিজেন্ডস, শ্রীলঙ্কা লিজেন্ডস, ইংল্যান্ড লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস।
গত বছর ভারতে বসেছিল সাবেক ক্রিকেটারদের নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম পর্ব। করোনার কারণে টুর্নামেন্টটি মাঝপথেই আটকে যায়। টুর্নামেন্টে বাংলাদেশের খেলার কথা ছিল না। করোনা শঙ্কায় অস্ট্রেলিয়া সরে দাঁড়ানোতেই সুযোগ পেয়েছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
স্বাগতিক ভারতের হয়ে খেলবেন শচীন, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, জহির খান, ইরফান পাঠানের মতো ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার কথা হার্শেল গিবস, জন্টি রোডস, ল্যান্স ক্লুজনারদের মতো কিংবদন্তিদের। ব্রায়ান লারার অধিনায়কত্বে শিবনারায়ণ চন্দরপল, দীননাথ রামনারায়নরা খেলবেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। শ্রীলঙ্কার হয়ে খেলবেন তিলকরত্নে দিলশান, চামিন্দা ভাস, মুত্তিয়া মুরালিধরনরা।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ মার্চ, প্রতিপক্ষ ভারত। ৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে, ১০ মার্চ শ্রীলঙ্কা, ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজ ও ১৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ণ স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। ১৭ মার্চ প্রথম সেমিফাইনাল, ১৯ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ লিজেন্ডস-
খালেদ মাহমুদ সুজন, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, আলমগীর কবির, মোহাম্মদ শরিফ, মুশফিকুর রহমান বাবু, মামুনুর রশিদ।
এটি/এনইউ