টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে। মাসখানেকের বেশি সময় বাকি থাকলেও এরইমধ্যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ-আফ্রিকা তাদের বিশ্বকাপের দল ঘোষণা করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো বিশ্বকাপের দল ঘোষণা করেনি। তবে কবে নাগাদ দল ঘোষণা হতে পারে তার একটা ধারণা ঢাকা পোস্টকে দিয়েছেন জাতীয় দলের বর্তমান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়রা এখন দেশেই অবস্থান করছেন। যদিও কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ক্রিকেটারদের ব্যস্ততা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। তার মধ্যেই দল ঘোষণা হবে বলে জানালেন নির্বাচক সুমন।

তিনি বলেন, ‘দল ১৫ সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে এটা জানি। এখন আমরা দল ১৪ তারিখ দিবো কি ১৫ তারিখ দিবো এটা এখন বলতে পারছি না।’

এবারের এশিয়া কাপে ১৭ জন ক্রিকেটার ছিলেন টাইগার স্কোয়াডে। সেই স্কোয়াড থেকে কয়েকজন বাদ পড়তে যাচ্ছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে সেটা একপ্রকার নিশ্চিত। তাদের জায়গায় নতুন কারা আসতে পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি নির্বাচক সুমন, ‘নতুন কারা থাকছেন কিংবা আদৌ নতুন মুখ থাকবে কিনা দলে এ বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না।’

বিশ্বকাপকে সামনে রেখে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে টাইগারদের তিনদিনের ক্যাম্প। টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের নেতৃত্বে চলবে এ ক্যাম্প। জানা গেছে ৩০ জন ক্রিকেটারকে নিয়ে হবে এই ক্যাম্প। যদিও নির্বাচক সুমন বলছেন কতজন থাকবেন ক্যাম্পে এটা এখনো নিশ্চিত নন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ‘দেখেন ক্যাম্পে কতজন থাকবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। আমরা ১৫ জনের একটি বিশ্বকাপ দল দিব, এটাই গুরুত্বপূর্ন। সেখানে স্ট্যান্ডবাই থাকবে কিনা এখনই বলতে পারছি না।’

চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন লিটন দাস-নুরুল হাসান সোহানরা। ইয়াসির রাব্বি-হাসান মাহমুদরাও নিজেদের ফিট করার চেষ্টায় ঘাম ঝরাচ্ছেন। সেক্ষেত্রে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্কোয়াডে হয়তো বড়সড় পরিবর্তনই দেখা যেতে পারে।

এসএইচ/এইচএমএ