বাংলাদেশ জাতীয় দলের বাইরের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। গেল মাসে আফগানিস্তান এ দলের সফর বাতিল হওয়ায় ফাঁকা সময়ে বিসিবি আয়োজন করেছে ভারতের চেন্নাইয়ের তামিলনাড়ু দলের সাথে পূর্ণাঙ্গ সিরিজ। তবে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল টাইগার শিবির। 

গেল শনিবারই জানা গিয়েছিল ভিসা জটিলতার কারণে পেছাতে পারে ভারত সিরিজ। সেদিন (শনিবার ৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানিয়েছিলেন, ক্রিকেটারদের ভিসা এখনো সম্পন্ন হয়নি। এমন অবস্থায় রোববার ফ্লাইটে উঠতে না পারলে অনুশীলনের সময়সূচি ২-১ দিন কমে আসবে বলেও জানান তিনি।

দুইদিন বাদে আজ ঢাকা পোস্টকে এ ব্যাপারে বিস্তারিত জানালেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। 
তিনি বলেন, ‘আজও ভিসা জটিলতার সুরাহা হয়নি। ঠিক কবে নাগাদ ভিসা সম্পন্ন হবে বলা মুশকিল, এমন হতে পারে আগামীকাল সকালেও হয়ে যেতে পারে। এখন ভারত সরকারের ওপর নির্ভর করছে সব, আমাদের হাতে কিছু নেই। যেহেতু ভিসাই ইস্যু হয়নি সেক্ষেত্রে কবে নাগাদ সেখানে যেতে পারবো নিদিষ্ট করে বলতে পারছি না।’

চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।

এসএইচ/এনইআর