পরীক্ষা-নিরীক্ষা শেষ হবে আগামীকাল: ডোনাল্ড
ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল সকালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এ ম্যাচের মধ্য দিয়েই ব্যাটারদের পরীক্ষা-নিরীক্ষার পর্ব শেষ হতে চলেছে বলে জানিয়েছেন টাইগারদের পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে আসেন ডোনাল্ড। জানিয়েছেন, কোচ হিসেবে ড্রেসিংরুমে বসে কখনও নিশ্চিতভাবে বলা যায় না কোন কম্বিনেশনটা সঠিক। তাই পরীক্ষা-নিরীক্ষা প্রক্রিয়ার মধ্যে দিয়েই সমস্যা সমাধানের পথ খুঁজছেন বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ডোনাল্ড বলেন, 'আমি শুধু ৫০ ওভারের বিশ্বকাপ খেলেছি। নতুন বলে ওপেনিংয়ের ক্ষেত্রে অনেক ম্যাচআপ ব্যবহার করেছি আমরা। ওপরের সারির চার ব্যাটসম্যানকে অনেক অদলবদল (মিক্সিং) করেছি। এখন শ্রীরাম অনেক কম্বিনেশন দেখছে। যেখানে তাকে নিখুঁত হতে হবে। বিশেষ করে আগামীকাল শেষবারের মতো দেখবে তার কি করা উচিত এই কাজের জন্য সঠিক লোক খুঁজে বের করার জন্য।'
ডোনাল্ড যোগ করেন, 'এটি কখনোই সহজ কাজ নয়। কোচ হিসেবে ওপরে বসে আপনি কখনও নিশ্চিতভাবে বলতে পারবেন না কোন কম্বিনেশনটা সঠিক। তবে আমি নিশ্চিত, এরই মধ্যে সে সঠিক জুটি খুঁজে পেয়েছে। অনেকেই বলে কতদিন এভাবে ‘ট্রায়াল এন্ড এরর’ চলবে? কিন্তু কোচ হিসেবে আপনাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সমাধান বের করার জন্য। হেড কোচ হিসেবে তার সেই জায়গায় পৌঁছে যাওয়ার কথা।'
বিজ্ঞাপন
ডোনাল্ড বলছেন শ্রীরামের কাজে নাক গলাবেন না তিনি, এছাড়া বিশ্বকাপের দল বেছে নেওয়া সহজ নয় বলছেন সাবেক আফ্রিকান ক্রিকেটার। ডোনাল্ডের ভাষ্যে, 'আমি মোটামুটি নিশ্চিত সে (শ্রীরাম) প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। তবে আমি এ ব্যাপারে নাক গলাতে চাই না। আমি বোলারদের দেখভাল করি বোলিং কোচ হিসেবে। আমি জানি, এটা সহজ কাজ নয়। কারণ আপনি নিখুঁত হতে চাইবেন, আত্মবিশ্বাসী হতে চাইবেন। এ কারণে বিশ্বকাপের দল বেছে নেওয়া সহজ নয়। সেটি বিশ্বের সব দলের জন্যই।'
এসএইচ/এনইআর