ছবিতে ছবিতে ভারত-পাকিস্তান রোমাঞ্চ
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু থেকে রোমাঞ্চ ছড়িয়েই চলেছে। আজ ভারত-পাকিস্তান ম্যাচ তাতে যোগ করেছে বাড়তি মাত্রা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের কাছে হারের মুখ থেকে বেঁচে ফিরে দারুণ এক জয় তুলে নিয়েছে ভারত।
ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক ভারত পাকিস্তানের রোমাঞ্চকর এই ম্যাচের সব দৃশ্য-
বিজ্ঞাপন
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুই দেশ তো বটেই, গোটা ক্রিকেট বিশ্বের আগ্রহই থাকে তুঙ্গে। তাই তো টিকিট অনলাইনে আসার মাত্র ১০ মিনিটে টিকিট বিক্রি শেষ হয়ে যায় এই ম্যাচের! খেলার আগে থেকেই মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে বাড়তে থাকে ভিড়, ভারত-পাকিস্তান লড়াই বলে কথা!
বিজ্ঞাপন
খেলা শুরুর ঠিক আগে দেখা মিলল অভূতপূর্ব এক দৃশ্যের। বেশ কিছু ভক্ত-সমর্থক মাঠে এসেছেন দুই দলের জার্সির কোলাজে বানানো বিশেষ এক জার্সি। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের সময়ে এমন ছবি দেশ দুটির মানুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধের বার্তাই দেয়।
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। টসের সময়, ম্যাচের শুরুর সময়। টস ভাগ্যটা সঙ্গ দেয় ভারতকে। অধিনায়ক রোহিত শর্মা নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
পাওয়ারপ্লের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে কোণঠাসা করে ফেলেছিল ভারত। তবে এরপর ইফতিখার আহমেদ আর শান মাসুদের ফিফটিতে পাকিস্তান পায় ১৫৯ রানের লড়াকু এক পুঁজি।
বোলিংয়ে পাকিস্তান শুরুটা করে স্বপ্নের মতো। ৩১ রানে ৪ উইকেট খুইয়ে খাদের কিনারে ঠেলে দেয় ভারতকে।
পরের গল্পটা কেবলই কোহলি আর পান্ডিয়ার। দুজনের শতরানের জুটি ভারতকে নিয়ে যায় জয়ের দুয়ারে।
শেষ ওভারে পান্ডিয়ার বিদায়ে পাকিস্তানের দিকেই হেলে পড়েছিল ম্যাচটা। তবে ভারতের একজন কোহলি ছিলেন। তিনি জিতিয়েই ছেড়েছেন মাঠ। ভারত পেয়ে গেছে রোমাঞ্চকর এক জয়।