পাকিস্তানের বিপক্ষে মহাকাব্যিক এক ইনিংসই খেলেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে ভারতের জয়ের সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। সেখান থেকে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। এমন এক ইনিংসকে ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার দেখলেন কোহলির জীবনের সেরা ইনিংস হিসেবেই।

পাকিস্তানের ১৫৯ রানের জবাবে ভারত শুরুতেই ঘোর বিপদে পড়ে গিয়েছিল। ৩১ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল রোহিত শর্মার দল। এরপরই ‘কোহলি শো’ এর প্রত্যক্ষদর্শী হয় এমসিজি।

কোহলিকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। পঞ্চম উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ১১৩ রানের জুটি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দুর্দান্ত অর্ধশতক হাঁকান কোহলি (৮২)। তাকে সঙ্গ দেওয়া হার্দিক পান্ডিয়া করেন ৪০ রান। তাদের কীর্তিতেই মহারণে চাপ সামলে দুর্দান্ত জয় তুলে নেয় ভারত।

পাকিস্তানের বিপক্ষে ভারতের এই অবিশ্বাস্য জয়ের রেশ তখনো শেষ হয়ে যায়নি। রোহিত শর্মা-বাবর আজমরা ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় স্তুতির জোয়ারে ভাসাচ্ছেন কোহলিকে, তখনই টেন্ডুলকার করলেন টুইটটা। 

পুরো লেখাটা জুড়ে কেবল কোহলির প্রশংসাই করে গেলেন ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় এই তারকা। লিখলেন, ‘নিঃসন্দেহে এই ইনিংসটা তোমার জীবনের সেরা। তোমার খেলা দেখাটা দারুণ উপভোগ্য। ১৯তম ওভারে হ্যারিস রউফকে ব্যাক ফুটে যে ছয়টা মারলে, সেটা অভাবনীয়। এ ভাবেই খেলে যাও।’

শুধু শচীনই নন, কোহলির এমন ইনিংসের পর তার আকুণ্ঠ প্রশংসা করেছেন ভারতের আরেক ক্রিকেট কিংবদন্তি মিতালি রাজও। তিনি লিখেছেন, ‘প্রয়োজনের সময়ই এভাবে নায়কেরা জ্বলে ওঠে। বিরাট কোহলি, কি দারুণভাবে দক্ষতা এবং মেজাজের পসরা সাজিয়ে বসলেন! সাথে হার্দিক পান্ডিয়ার সঙ্গে সেই জুটি ম্যাচটাই বদলে দিল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ভারত দুর্দান্তভাবে জিতল। বিশ্বকাপ অভিযানে শুরুটা দারুণ হলো। দারুণ হয়েছে টিম ইন্ডিয়া!’