শান্তকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ
ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে থাকবেন কে? ফর্মে থাকা লিটন দাস, নাকি ছন্দহীন নাজমুল হোসেন শান্তর ওপরই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট, এ নিয়ে আলোচনা হয়েছে অনেক। সে প্রশ্নের উত্তর মিলেছে টসের সময়। অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, শান্তকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।
ঢাকাপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তারকা কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম বলেছিলেন অনেকটা বাধ্য হয়েই সৌম্য-শান্তকে ওপেন করাতে হবে। বলেছিলেন, ‘আমার মনে হয় লিটন ওপেন করবে না, তিন নম্বরে খেলবে। সেক্ষেত্রে আমাদের কোনো উপায় না থাকায় শান্ত এবং সৌম্যকেই (ওপেনিংয়ে) খেলাতে হবে। কারণ তারা ছাড়া দলে প্রোপার কোনো ওপেনার আর আমাদের নেই, যারা ইনিংস উদ্বোধন করতে পারবে এমন। তাই এখানে চিন্তা ভাবনা করার কোনো সুযোগই নেই।’
বিজ্ঞাপন
একাদশে সেই কথারই ছাপ দেখা গেল। সৌম্যর সঙ্গে শান্তরই দেখা মিলছে নেদারল্যান্ডস ম্যাচে। দলে আরও পরিবর্তন আছে। ছন্দে না থাকা মুস্তাফিজুর রহমানকে একাদশে এনেছে বাংলাদেশ। তাকে নিয়ে তিন পেসার আছেন দলে, বাকি দুই পেসার হচ্ছেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
বিজ্ঞাপন
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন।