সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে দারুণ একটা শুরুই এনে দিয়েছিলেন। তবে পাওয়ারপ্লের শেষ দিকে এসে যেন এক ঝড়ে এলোমেলো হয়ে গেল বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে পড়ে গেছে খানিকটা বিপদেই।

সৌম্য শুরু থেকে একটু নড়বড়েই ছিলেন। প্রথম চারটা এসেছে ব্যাটের বাইরের কোণায় লেগে। এরপর সে ওভারেই ফ্রেড ক্লাসেনের বল স্কয়ার লেগ দিয়ে সীমানাছাড়া করেন তিনি। প্রথম ওভার থেকে ১২ রান পায় বাংলাদেশ।

পরের দুই ওভার অবশ্য বাউন্ডারির দেখা পায়নি বাংলাদেশ। পেল চতুর্থ ওভারে। এবার খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন শান্ত। বাস ডি লিডকে পরপর দুই বলে চার মারেন তিনি। পরের ওভারে ফ্রেড ক্লাসেনকেও টানা দুই চার মারেন তিনি। তাতে পাঁচ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৩। চলতি বছর ওপেনিংয়ে বাংলাদেশের সেরা সংগ্রহও চলে আসে তাতে।

তবে পাওয়ারপ্লের শেষ ওভারে বিদায় নেন সৌম্য। ফন মিকেরেনকে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বাংলাদেশ পাওয়ারপ্লে শেষ করে ৪৭ রানে ১ উইকেট খুইয়ে।

পরের ওভারে বিদায় নেন শান্তও। টিম প্রিঙ্গলকে মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে ব্যর্থ হন তিনি, ক্যাচ দেন সেই শর্ট মিড উইকেটেই। ৪৭ রানে ২ ওপেনারকে খুইয়ে বসে বাংলাদেশ। 

এনইউ