প্রথম ওভারে দুই উইকেট তুলে নিয়ে তাসকিন আহমেদ শুরুটা করে দিয়েছিলেন। এরপর টানা দুই রান আউটে নেদারল্যান্ডসের কাজটা আরও কঠিন করে তুলেছে বাংলাদেশ।

ইনিংসের চতুর্থ ওভার করতে আসা সাকিবকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন ম্যাক্সওয়েল ওডাউড। পরের বলে মিড উইকেটে বলটা ঠেলে দিয়ে চুরি করে নিতে চেয়েছিলেন একটি রান। তবে কলিন অ্যাকারম্যানের ‘না’টা শুনতেই পাননি তিনি, ফলাফল যা হওয়ার তাই হয়েছে। মিড উইকেট থেকে হাসান মাহমুদের কুড়িয়ে ফেরত পাঠানো বলটা নিয়ে তার ক্রিজে ফেরার আগেই স্টাম্প ভাঙেন সাকিব। ১৩ রানে তিন উইকেট খুইয়ে বসে ডাচরা।

ঠিক ১ বল পরই আরও এক উইকেট খুইয়ে বসেছে নেদারল্যান্ডস, সেটাও আরেক রানআউটের কাটাতেই! এবারও দারুণ ফিল্ডিং হয়েছে বাংলাদেশের। ডিপ পয়েন্টে অ্যাকারম্যানের খেলা শটটা শান্ত ঠেকিয়েছেন। ওদিকে অ্যাকারম্যান আর টম কুপার মিলে নিতে চেয়েছিলেন তিন রান, দুটো ঠিকঠাক হলো, বিপত্তিটা হলো তিন নম্বর রানে। 

শান্তর দারুণ এক থ্রো সরাসরি গিয়ে পড়ে নুরুল হাসানের হাতে। স্ট্রাইক প্রান্তে কুপার ফেরার আগেই ভাঙেন স্টাম্প। তাতে কোনো বল না খেলে ‘ডায়মন্ড ডাক’ নিয়ে ফিরেছেন কুপার।

এনইউ