এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোভিড পজিটিভ হয়ে খেলার ঘটনা ঘটে গেছে দুদিন আগেই। আয়ারল্যান্ডের জর্জ ডকরেলের পর এবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি থেকে আগেই নিয়ম করা ছিল কোভিড পজিটিভ হলেও খেলতে পারবেন সেই ক্রিকেটার। তবে সেক্ষেত্রে লাগবে চিকিৎসকের গ্রিন সিগনাল। চিকিৎসক যদি আক্রান্ত ক্রিকেটারের শারীরিক অবস্থা বিবেচনা করে খেলার উপযোগী মনে করেন তাহলেই খেলতে পারবেন সে ক্রিকেটার। সেই কোটায় গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে করোনা নিয়ে খেলে ফেলেছেন আইরিশ ক্রিকেটার জর্জ ডকরেল। 

আজ মঙ্গলবার পার্থে বিশ্বকাপ মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ম্যাচের আগে নিয়মিত কোভিড পরীক্ষায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন জাম্পা। তবে তার কোনো উপসর্গই তেমন গুরুতর নয় বলেই জানা গেছে, সেক্ষত্রে শ্রীলঙ্কার ম্যাচে খেলতে বাধা নেই এই লেগির। 

জাম্পার বিষয় নিয়ে অবশ্য এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে দলের এক মুখপাত্র ক্রিকেটডটকমডটএইউকে জানিয়েছেন জাম্পার কোভিড পজিটিভের খবর।

এসএইচ/এনইআর