ফুলহ্যামের বিপক্ষে ৩-০ গোলের হারের পরপরই গত বৃহস্পতিবার অ্যাস্টন ভিলার কোচের পদ হারান স্টিভেন জেরার্ড। নতুন কোচ খুঁজতে অবশ্য খুব একটা সময় নেয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। জেরার্ডের বিদায়ের ৫ দিনের মাথায় কোচ হিসেবে উনাই এমেরিকে নিয়োগ দিয়েছে ভিলা। 

মঙ্গলবার নিজদের ভেরিফাইড টুইটার একাউন্টে পোস্ট করে বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে এমেরির একটি ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘নতুন কোচ হিসেবে উনাই এমেরির নাম ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

এই নিয়ে দ্বিতীয়বার ইংলিশ কোনো ক্লাবের কোচ হলেন এমেরি। ২০১৮-১৯ মৌসুমে একবার আর্সেনালের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তবে ইংলিশ ক্লাবটিতে এক বছরের বেশি সময় পাননি স্প্যানিশ এ কোচ। টানা ৭ ম্যাচ হারের ব্যর্থতা নিয়ে সেবার আর্সেনাল ছাড়তে হয় তাকে।

পরের মৌসুমে ভিয়ারিয়ালের দায়িত্ব নিয়ে ফেরেন নিজ দেশ স্পেনে। সেখানে গিয়ে দলটিকে এনে দিয়েছেন একের পর এক শিরোপা। সেই সাফল্যই যেন আবার তাকে ফিরিয়ে এনেছে প্রিমিয়ার লিগের মঞ্চে। ২০১৬ সাল থেকে ২ বছর ফ্রেঞ্চ জায়ান্ট ক্লাব পিএসজিরও কোচের দায়িত্ব পালন করেছেন ৫১ বছর বয়সী এ কোচ।

এনইআর