টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে দুই ম্যাচ জিতে তালিকার শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল। অন্যদিকে এক জয় আর পরিত্যক্ত ম্যাচের ১ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। রোববার অস্ট্রেলিয়ার পার্থে বিকেল পাঁচটায় মুখোমুখি হবে দুই দল। এর আগে শনিবার প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়া জানালেন তাদের পেস আক্রমণের অবস্থান।

ম্যাচের একদিন আগে আজ সংবাদ সম্মেলনে নরকিয়া বলেন, ‘গত কয়েকটি ম্যাচে যা দেখেছি, তাতে আমার মনে হয় এটা সত্যিই ভালো উইকেট। প্রচুর পেস এবং বাউন্স আছে এখানে। অভিনব কিছু করার চেষ্টা থাকবে না। চেষ্টা থাকবে আমাদের বেসিক এবং সীমাবদ্ধতা মেনে চলার। যতটা সম্ভব উইকেট তুলে নেওয়ার এবং রান সীমিত রাখার।’

নরকিয়া যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ সেরাগুলোর মধ্যে একটি এবং যেকোনো ব্যাটিং অর্ডারকে অশান্ত করার জন্য যথেষ্ট শক্তিশালী। পেস আক্রমণ হিসেবে আমরা অবশ্যই যে কোনও দলের বিপক্ষে নিজেদেরকে এগিয়ে রাখবো। লাইন ধরে বোলিং করার জন্য আমাদের যা করতে হবে তা করবো।’

এসএইচ/এনইআর