আগের ম্যাচের স্পিন পিচ নিয়ে এখনো চলছে সমালোচনা। এর মধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টিতেও দাপট দেখানো শুরু করেছেন স্পিনাররা। প্রথম দিনেই অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০৫ রানেই গুটিয়ে গেছেন জো রুটরা। স্কোরবোর্ডে ১৫ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। ৯ বলে ৫ রান করে সাজঘরে ফেরত যান অধিনায়কও। এরপর দলের হাল ধরেন জনি বেয়ারস্টো ও বেন স্টোকস। 

দুজন মিলে গড়েন ৪৮ রানের জুটি। ৬৭ বলে ২৮ রান করে বেয়ারস্টো আউট হলে এই দুইজনের জুটি ভাঙে। ফিফটি তুলে সাজঘরের পথ ধরেন বেন স্টোকসও। ছয় চার ও ২ ছক্কায় ১২১ বলে ৫৫ রান করে ওয়াসিংটন সুন্দরের বলে আউট হন তিনি। 

এরপর বেশ কিছুক্ষণ চেষ্টা চালান ডন লরেন্স ও ওলে পাপে। আট চারে ৭৪ বলে ৪৬ রান করে ডন লরেন্স ও ৮৭ বলে ২৯ রান করে আউট হন ওলে পাপে। এই দুইজনের বিদায়ের পর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি ইংলিশদের ইনিংস। ২০৫ রানেই অলআউট হয় তারা। 

২৬ ওভার বল করে ৬৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন তিন উইকেট। প্রথম দিনের শেষদিকে খেলতে নেমে ২৪ রানেই এক উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। 

এমএইচ