গত ২৫ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত স্টার স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচে খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট দিতে ব্যর্থ হয় চকবাজার ইউনাইটড। এ কারণেই তাদেরকে মাঠে নামতে দেননি রেফারি ও ম্যাচ কমিশনার। আর তাতেই ক্ষুব্ধ হয়ে রেফারি ও ম্যাচ কমিশানারের দিকে অভিযুক্তরা তেড়ে যান এবং মারতে উদ্যেত হন চকবাজারের কর্মকর্তারা।

তবে এমন আচরণের শাস্তিটাও পেলেন অভিযুক্তরা। তৃতীয় বিভাগ ফুটবল লিগের দল চকবাজার ইউনাইটেড ক্লাবের কর্মকর্তা মাইনুদ্দিন নয়ন ও ইনসাফুল টিপুকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি। 

কর্মকর্তাদের শাস্তির পাশাপাশি দলও বিপাকে পড়েছে। বাইলজ মেনে কিংস্টারকে ৩-০ গোলে চকবাজারের বিরুদ্ধে জয়ী ঘোষণা করা হয়েছে।  

এজেড/এটি