সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে গতকাল অ্যাডিলেডে ভারতের কাছে বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে বাংলাদেশ দল। স্বাভাবিকভাবেই এমন হারে দলে ক্রিকেটারদের মন একটু খারাপ।

গতকাল রাতের সেই দুঃসহ স্মৃতি ভুলতে দলের ক্রিকেটারদের আজ বৃহস্পতিবার দেখা গিয়েছে অ্যাডিলেডে পরিবারকে সময় দিতে। নুরুল হাসান সোহান থেকে মেহেদী মিরাজ কিংবা তাসকিন আহমেদ সবাইকে দেখা গেল পরিবার নিয়ে বাইরে সময় কাটাতে। 

আজ বৃহস্পতিবার দিনের শুরুতে ঝলমলে রোদ আর কনকনে শীতে হোটেল থেকে নুরুল হাসান সোহানকে বের হতে দেখা যায়। সঙ্গে একমাত্র কন্যা এবং স্ত্রীসহ। এরপর মেহেদী মিরাজ এবং তার স্ত্রী-পুত্রকে নিয়ে বাস টার্নিমালে অপেক্ষা করতে দেখা যায়। তবে পরবর্তী গন্তব্য কোথায় সেটা এখনো জানা যায়নি।

সবশেষ তারকা পেসার তাসকিন আহমেদকে দেখা গিয়েছে পরিবার নিয়ে অ্যাডিলেডের উঁচু টিলায় সময় কাটাতে। এ সময় এই পেসারের সঙ্গী ছিলেন তার স্ত্রী এবং দুই ছেলে-মেয়ে।

পাকিস্তান ম্যাচ আগামী রোববার অ্যাডিলেডে, ম্যাচের আগে নিজেদের মনকে আরো সতেজ করে তোলার লক্ষ্যেই খেলোয়াড়দের এমন পরিবার নিয়ে সময় কাটানো, সেটা খানিকটা বলাই যায়।

এসএইচ/এনইউ