টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে গেল বুধবার ভারতের কাছে বৃষ্টি আইনে হেরেছে বাংলাদেশ দল। এ হারে সেমির স্বপ্ন কিছুটা জটিল হয়ে গিয়েছে বাংলাদেশের জন্য। তবে দলের তারকা পেসার তাসকিন আহমেদ আজ শুক্রবার অ্যাডিলেড থেকে গণমাধ্যমকে জানালেন, ম্যাচ হারলেও দলের পেসারদের সবার মধ্যেই উন্নতির ক্ষুধা রয়েছে। এছাড়াও তাসকিন জানিয়েছেন দলের তরুণ পেসার হাসান মাহমুদ অনেক পছন্দের তার। 

এ প্রসঙ্গে তাসকিন বলেন, 'হাসান মাহমুদ আমার অনেক পছন্দের বোলার। ও বাংলাদেশের জন্য অনেক বড় প্রসপেক্ট হবে ইনশাআল্লাহ। হাসান, শরিফুল ইভেন আমি ফিজ সবার মধ্যেই উন্নতির ক্ষুধা রয়েছে। আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি এটা ভালো দিক। আল্লাহ যদি হাসানকে সুস্থ রাখে ও ইনশাআল্লাহ অনেক বড় কিছু হবে বিশ্বের।'

এর আগে দলের অধিনায়ক সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে হাসান মাহমুদকে নিয়ে বলেছিলেন, 'দেখুন হাসান মাহমুদ এতো অল্প বয়সে বিশ্বকাপের মত বড় আসরে প্রতিনিধিত্ব করছে এটা ওর জন্য একটা বড় ব্যাপার। আমরা সবাই বিশ্বাস করি ওর বয়সটা না যতবেশি তার থেকে ওর অনেক ভাল মাথা। গেম সেন্স এবং গেম রিড করতে পারে ভাল। ভবিষ্যতে বাংলাদেশের একটা বড় প্রত্যাশা হচ্ছে বলে মনে করি।'

এসএইচ/এনইআর