এবার বাংলাদেশ-ভারত ম্যাচের নো-বল ইস্যু নিয়ে মন্তব্য ওয়াকারের
অ্যাডিলেড ওভালে গেল বুধবারে বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ শেষের দুই দিন হয়ে গেলেও যেন ম্যাচের আলোচনা থামছেই না কিছুতে। ম্যাচের পর এখনো মাঠের বাইরেও দেখা মিলছে সেই একই দৃশ্যের! বিশেষ করে ভারতের ফেইক ফিল্ডিং আর বৃষ্টির পর ভেজা মাঠে খেলা শুরু নিয়ে উত্তাল চারপাশ। এবার নতুন করে নো-বল নিয়ে মন্তব্য করলেন সাবেক পাকিস্তান পেসার ওয়াকার ইউনুস। তাতে যেন আগুনে ঘিই ঢাললেন তিনি!
পাকিস্তানের স্থানীয় টিভি চ্যানেল এ স্পোর্টসের নিয়মিত আয়োজনে বাংলাদেশ-ভারত ম্যাচে বিরাট কোহলির সেই নো বল ইস্যুতে ওয়াকার ইউনিস কথা বলেছেন। তিনি বলেন, ‘সাকিব তাকে (বিরাটকে) বলছে আপনি ব্যাটিং করুন, আম্পায়ারকে আম্পায়ারিং করতে দিন। আমার মনে হয় সে (সাকিব) ওটাই বলেছে যেটা আমরা বললাম। যখন আপনি কোনো কিছুর কল দেবেন আর সেটার জন্য আম্পায়ারকে চাপ দিবেন তখন সে তা মেনে নিবে। কারণ বিরাট কোহলি ক্রিকেটে একটা বড় নাম ও জনপ্রিয় নাম। কোনও না কোনও ভাবে তো আম্পায়ারকে চাপ নিতেই হবে।’
বিজ্ঞাপন
এছাড়া দলটির তারকা ক্রিকেটার শোয়েব মালিকও জানালেন বিষ্ফোরক মন্তব্য। তিনি বললেন, ‘সাকিব বিরাটকে বলেছে আপনি বলার কারণে আম্পায়ার নো বল দিয়েছে।’
এর আগে গতকাল পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি অ্যাডিলেডের সেই ম্যাচ নিয়ে মন্তব্য করে বলেন, ‘টিভিতেই দেখা গেছে সাকিব এ বিষয়ে (ভেজা মাঠ) কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন।’
বিজ্ঞাপন
এসএইচ/এনইউ