দেশের কোচ হওয়ার প্রস্তাব কখনো পাননি বুলবুল
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে কর্মরত রয়েছেন আইসিসির সদর দপ্তরে। মূলত আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। দেশের হয়ে কাজ করার আগ্রহটা অনেক আগে থেকেই বুলবুলের। শুক্রবার এক সাক্ষাৎকারে আবারও স্মরণ করিয়ে দিলেন সেটাই।
সুযোগ পেলে বাংলাদেশ দলের হয়ে কাজ করবেন বুলবুল। সঙ্গে আক্ষেপটাও জানিয়ে রাখলেন সাবেক টাইগার দলপতি। জানালেন, এখন পর্যন্ত বিসিবি থেকে কোনো প্রস্তাব পাননি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে বুলবুল বলেন, 'আমি ২০০১ সালে জাতীয় দল থেকে বাদ পড়ি। তারপর থেকে আমি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইসিসিতে কাজ করছি। আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে কখনোই কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি। কোনো বিজ্ঞাপনে আমি নিজেও কখনও অ্যাপ্লাই করিনি। এর প্রথম কারণ, আমি একটা চাকরি এখন করছি। আমাকে প্রস্তাব করা হয়েছিল বিপিএলে, এটা প্রত্যেক বছরই পাই। এছাড়া ঢাকা প্রিমিয়ার লীগের দলগুলো থেকেও প্রস্তাব পাই। কিন্তু, বিসিবির কোনো প্রস্তাব কখনই পাইনি; এটা আমি আনুষ্ঠানিকভাবেই বলছি।'
আমিনুল আরো যোগ করেন, 'দেখুন ক্রিকেট আমার প্রোফেশন। আমার ভূমিকা সবসময় যে মাঠের কোচিং তা কিন্তু নয়। আমি আইসিসিতে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি, কোচ ট্রেনিং এডুকেশন লিড করছি, হাই-পারফরম্যান্স করছি। বাংলাদেশের ক্রিকেটে এর সবগুলোই দরকার হয়। ব্যাপারটা এমন নয় যে আমাকে বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে হবে; দেশের ক্রিকেটের উন্নয়নে মানানসই যে কোনো পোস্টে যদি আমাকে সুযোগ দেয়া হয় তাহলে আমি যেকোনো সময় প্রস্তুত আমার দেশকে সার্ভিস দিতে।'
বিজ্ঞাপন
বাংলাদেশ দলের জার্সিতে সবমিলিয়ে ৫২ ম্যাচ খেলে ১৩২৪ রান করেছেন আমিনুল ইসলাম বুলবুল। পাঁচ অর্ধশতকের সঙ্গে করেছেন এক টেস্ট সেঞ্চুরি। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বপ্রথম।
এসএইচ/এনইআর