গেল বুধবার ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হার ছাপিয়েও আলোচনায় ছিল বিরাট কোহলির ফেইক ফিল্ডিংয়ের ঘটনা। তবে সে ঘটনাটি আম্পায়ারের চোখ এড়িয়ে গিয়েছিল। আজ অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও আম্পায়ারের এক সিদ্ধান্ত গেল বাংলাদেশের বিপক্ষে। সাকিব আল হাসানের আউটে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তটা রীতিমতো আলোচনার জন্মই দিয়েছে। ম্যাচ শেষে দলের পেসার এবাদত হোসেন জানালেন, এরকম একটা আউট মেনে নেওয়ার মতো না। 

ম্যাচশেষে ব্রডকাস্টিং একটি চ্যানেলকে এবাদত বলেছেন, ‘দেখেন, এরকম একটা আউট মেনে নেওয়ার মতো না। শেষ ম্যাচেও ভুল সিদ্ধান্ত হয়েছে, অনেকগুলো সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। এমন সিদ্ধান্ত যদি প্রতি ম্যাচে হয় তাহলে আমাদের মতো দলের ফিরে আসা কঠিন। সাকিব ভাই আমাদের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার, উনার আউট এমন হলে আমাদের জন্য বড় ক্ষতি।’

এবাদত যোগ করেন, ‘সাকিব ভাই যদি উইকেটে থাকতো, তাহলে আমাদের বাকি উইকেটগুলোও ওভাবে পড়তো না। উনার উইকেট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। উনার উইকেটের পরই কিন্তু আরও দুইটা উইকেট পড়ে গেছে। উনি যদি উইকেটে থাকতেন, সিদ্ধান্তটা আমাদের পক্ষে আসলে তো বাকি উইকেটগুলো এভাবে পড়তো না।’ 

এসএইচ/এনইআর